বিষয়ঃ গণিত

502. নিচের কোনটি মৌলিক সংখ্যা?

ক) ৪৭
খ) ৮৭
গ) ৯১
ঘ) ১৪৩

508. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

ক) ১২/১৫
খ) ৫/৬
গ) ১১/১৪
ঘ) ১৭/২১

512. Log₂(¹⁄₃₂)এর মান কত ?

ক) ¹⁄₂₅
খ) ¹⁄₅
গ) -5
ঘ) -¹⁄₅

514. ΔABC এ ∠A=40°,∠B =70° হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?

ক) সমকোনী
খ) স্থুলকোনী
গ) সমদ্বিবাহু
ঘ) সমবাহু

516. (√3+√5) এর মান কত?

ক) 60
খ) 30
গ) 225
ঘ) 15

521. √২৮৯ এর বর্গমূল হল-

ক) অমূলদ
খ) স্বাভাবিক
গ) পূর্ণসংখ্যা
ঘ) মূলদ

523. ৩,০০,০০০ টাকা ব্যাংকে রাখার 7½ বছর পর আসল টাকার 1¼ অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত?

ক) 11¹⁄₉
খ) 12½
গ) 16⅔
ঘ) 8⅔
Note : দেওয়া আছে, মুনাফা আসলের ১ সমস্ত ৪ ভাগের ১ অংশ। অর্থাৎ ৫/৪ অংশ।

সুতরাং মুনাফা = আসল এর ৫/৪
বা, মুনাফা / আসল = ৫/৪
বা, মুনাফা : আসল = ৫:৪
অর্থাৎ মুনাফা,I= ৫ টাকা, আসল,P= ৪ টাকা
দেওয়া আছে, বছর,n = ৭.৫ বছর
আমরা জানি, I = (n×p×r)÷১০০

এখানে, I=মুনাফা, n= বছর, p=আসল, r=সুদের হার
বা, ৫=(৭.৫×৪×r)÷১০০
বা, (৫×১০০)÷(৭.৫×৪)=r
দশমিক উঠিয়ে কাটাকাটি করবেন। ৫০÷৩ আসবে।
৫০÷৩ কে ভাগ করলে ১৬.৬৬৭ হবে। যা ১৬ সমস্ত ৩ ভাগের ২। মানে ৩ নং অপশন।

অর্থাৎ সুদ বা মুনাফার হার ১৬.৬৬৭% বা ১৬ সমস্ত ৩ ভাগের ২ শতাংশ।

524. ১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?

ক) ২৪২০ টাকা
খ) ২৪০০ টাকা
গ) ২২০০ টাকা
ঘ) ২৪৪০ টাকা

526. (2+x)+3 = 3(x+2) হলে x এর মান কত?

ক) ১/৩
খ) − ১/৩
গ) ১/২
ঘ) −১/২

527. ০.১ এর বর্গমূল কত?

ক) ০.১
খ) ০.০১
গ) ০.২৫
ঘ) ০.৩১
Note : ০.১ এর বর্গমূল ০.৩১৬

529. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-

ক) সন্নিহিত কোণ
খ) সরলকোণ
গ) সম্পূরক কোণ
ঘ) সুক্ষ্ম কোণ

530. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪ এর সমান?

ক) ২৫৪
খ) ২৭২
গ) ২৪৮
ঘ) ২২৪

533. ০.০০০১ এর বর্গমূল কত?

ক) ০.০০১
খ) ১
গ) ০.১
ঘ) ০.০১

535. ০.৪×০.০২×০.০৮= কত?

ক) ০.০০০৬৪
খ) ০.০০৬৪০৪
গ) ০.০০০০৬
ঘ) ০.০০৬৪

536. ১ কে দুই ভাগ করলে কত হয়?

ক) ০.৫০
খ) ০.৫০০
গ) সবগুলোই
ঘ) ১/২

539. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

ক) ৫০০১
খ) ৫০৫০
গ) ৫৫০১
ঘ) ৪৯৯৯

540. কত মিলিয়নে ১০ কোটি?

ক) ১০০০
খ) ৫০
গ) ১০
ঘ) ১০০
Note : ১ মিলিয়ন = ১০ লাখ , ১০ মিলিয়ন = ১ কোটি , ১০০ মিলিয়ন = ১০ কোটি , ১,০০০ মিলিয়ন = ১০০ কোটি

541. ০.০৩×০.০০৬×০.০০৭=?

ক) 0.000126
খ) ০.০০০০০১২৬
গ) 0.0001260
ঘ) 0.126000

549. a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c=কত?

ক) 4:7:6
খ) 20:35:24
গ) 20:35:42
ঘ) 24:35:30

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore