বিষয়ঃ সাধারণ জ্ঞান
51. মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে?
52. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে ?
53. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন?
57. বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
61.
কোন দেশের সমুদ্র বন্দর নেই?
কোনো দেশে যদি কোনোরূপ জলসীমা না থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলে। বিশ্বে স্থলবেষ্ঠিত দেশের সংখ্যা ৪৫টি। ইউরোপ স্থলবেষ্টিত রাষ্ট্র ১৬টি। এ দেশ গুলোতে কোন সমুদ্র বন্দর নেই। যথা : হাঙ্গেরি,, সুইজারল্যান্ড, মলদোভা, চেক, প্রজাতন্ত্র, কসোভা, বেলারুশ, সার্বিয়াম অ্যান্ডোরা, লুক্সেমবার্গ।
সার্কভুক্ত আফগানিস্তান, নেপাল ও ভুটান দেশে সমুদ্র বন্দর নেই ।
68. বাওয়ালি' কারা?
70. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন?
75. বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?
78.
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে ফিনল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।
79.
আকাবা' কোন দেশের সমুদ্র বন্দর?
”আকাবা” জর্ডানের সমুদ্র বন্দর।
আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন।
80. বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?
82. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
84. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
86.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক. সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। খ. তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী । গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। ঘ. ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম উপ - রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ ছিলেন। সে অবস্থায় রাষ্ট্রপতির কার্যভার চালিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রপতির দায়িত্ব না নেয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল ছিল।
87. The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
88. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
89. মুজিব : একটি জাতির রূপকার' চলচ্চিত্রের পরিচালক কে?
90.
বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
জিঞ্জিরাম নদীটি কুড়িগ্রাম জেলায় অবস্থিত । এই নদীটি মরা নদী ছিলো । কিন্তু পরবির্তিতে খনন করার মাধ্যমে এই নদীটি নতুন করে রুপ ফিরে পেয়েছে । তাই বলা যায় বাংলাদেশের নবীনতম নদী জিঞ্জিরাম ।
91. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন্ দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
93. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
94. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেেেছন?
95. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
98. অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
99. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
100. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?