বিষয়ঃ সাধারণ জ্ঞান
351. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
352.
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।
জেনে নিই
জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1
জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
353. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
354.
সার্বভৌমত্ব কি?
সার্বভৌম বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা
355.
সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
লর্ড বেন্টিংক ১৮২৯ খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৮ সালে।
356.
হিলি স্থলবন্দর বাংলাদেশের কোথায় অবস্থিত :
বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরটি অবস্থিত ।
357.
বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?
বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা -বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।
358.
বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা -বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।
359.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। খ. তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী । গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। ঘ. ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম উপ - রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ ছিলেন। সে অবস্থায় রাষ্ট্রপতির কার্যভার চালিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রপতির দায়িত্ব না নেয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল ছিল।
360. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______
361. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি ?
362. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি ?
363. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
364. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত ?
365. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ______
366. 'গারো' ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে ?
367. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে ?
368. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
369.
বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র ?
বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য।
স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল।
370. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ?
371. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?
373. সবচেয়ে বড় দিন কোনটি ?
374. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে?
375. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?
377. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
378.
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ১২টি। কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। এর রাজধানী - বোগোটা, ভাষা - স্প্যানিশ, মুদ্রা - পেসো।
379. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?
380. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-
381. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
382. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?
383.
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা—
গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।
384.
বাংলাদেশ নব-নৈতিকতার প্রবর্তক হলেন-
আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন ৷
তবে জর্জ সিরিজের বই অনুসারে (পৃষ্ঠা -০৪) নব নৈতিকতার জনক বাঙ্গালী দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব বা জি.স.দেব।
385. AC কে DC করার যন্ত্র –
386. হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র-
কম্পাস দিক নির্দেশক যন্ত্র। গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। স্টেথোস্কোপ মানব শরীরের রক্ত সঞ্চালনের শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়। কার্ডিওগ্রাফ হৃদপিন্ডের গতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।
387. মুজিবনগর কোথায় অবস্থিত
388. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
389. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
390.
‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগ্রত রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৯৭ সালের ২৬ মার্চ শিখা চিরন্তর স্থাপিত হয়।এ স্থানটি ৭ ই মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত। ‘শিখা চিরন্তন’ স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত স্মারক, বাঙালির শৌর্যবীর্য আর অহংকারের প্রতীক।
391. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে-