বিষয়ঃ সাধারণ জ্ঞান

351. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

ক) বাস টপোলজি
খ) রিং টপোলজি
গ) স্টার টপোলজি
ঘ) ট্রি টপোলজি
Note : স্টার টপোলজিকে কেন্দ্র Hub বা Repeater যুক্ত থাকে। এক্ষেত্রে কম্পিউটারগুলো Hub এর সাথে যুক্ত থাকে। এগুলো Hub থেকে তথ্য পায়।

352.

সার্বভৌমত্ব কি?

ক) সরকারের চরম ক্ষমতা
খ) রাষ্ট্রের চরম ক্ষমতা
গ) রাষ্ট্রপতির চরম ক্ষমতা
ঘ) প্রধানমন্ত্রীর চরম ক্ষমতা
Note :

সার্বভৌম বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা

353.

সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

ক) লর্ড কর্নওয়ালিস
খ) রাজা রামমোহন রায়
গ) লর্ড বেণ্টিক
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Note :

লর্ড বেন্টিংক ১৮২৯ খ্রিস্টাব্দে আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। উল্লেখ্য, লর্ড ক্যানিং উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন ১৮৫৮ সালে।

354.

হিলি স্থলবন্দর বাংলাদেশের কোথায় অবস্থিত :

ক) দিনাজপুর
খ) ফেনী
গ) সাতক্ষীরা
ঘ) নীলফামারি
Note :

বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরটি  অবস্থিত ।

355.

বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?

ক) চোখে দেখে
খ) ঘ্রাণ শক্তির মাধ্যমে
গ) আলট্রাসনিক শব্দের মাধ্যমে
ঘ) সবগুলোই ঠিক
Note :

বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা -বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।

356.

বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?

ক) সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
খ) তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
গ) অলৌকিকভাবে
ঘ) ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
Note :

বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে প্রায় ২০ কিলোহার্টজ শব্দোত্তর বা আলট্রাসনিক তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা -বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে।

357.

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ক) সৈয়দ নজরুল ইসলাম
খ) তাজউদ্দিন আহমদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) কাপ্টেন মনসুর আলী
Note :

ক. সৈয়দ নজরুল ইসলাম ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি। খ. তাজউদ্দিন আহমেদ ছিলেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী । গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার অবর্তমানে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করে সরকার গঠন করা হয়। ঘ. ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ।

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম উপ - রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ ছিলেন। সে অবস্থায় রাষ্ট্রপতির কার্যভার চালিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে এসে রাষ্ট্রপতির দায়িত্ব না নেয়া পর্যন্ত এই ব্যবস্থাই বহাল ছিল।

358. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত ______

ক) ভেড়ামারা
খ) আশুগঞ্জ
গ) সিদ্ধিরগঞ্জ
ঘ) গোয়ালপাড়া
Note : বাংলাদেশের সর্ববৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এই কেন্দ্রের থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র।

359. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি ?

ক) ৪৯২ টি
খ) ৪৫৬ টি
গ) ৪৭১ টি
ঘ) ৪৮৭ টি
Note : বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ গঠিত উপজেলাগুলি হল মাদারীপুরের ডাসার উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ও সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা।

360. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি ?

ক) ১৬ তম
খ) ১৭ তম
গ) ২১ তম
ঘ) ২৯ তম
Note : ১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে দেশের ২২তম রাষ্ট্রপতি

361. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

ক) ১২ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ৪০০ নটিক্যাল মাইল
Note : বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।

362. গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত ?

ক) তালিকাভুক্ত ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) ক্ষুদ্র ব্যাংক
ঘ) তফসিল বহির্ভূত ব্যাংক
Note : গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী - পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ। ১৯৮৩ - এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক। এটি একটি তফসিল বর্হিভূত ব্যাংক।

363. ২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ______

ক) ফ্রান্সে
খ) ব্রাজিলে
গ) রাশিয়ায়
ঘ) ইংল্যান্ডে
Note : ২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে। এই প্রতিযোগিতা তিনটি দেশ - কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

364. 'গারো' ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে ?

ক) বাবা
খ) মা
গ) প্রবীণ ব্যক্তি
ঘ) বড় ভাই

365. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে ?

ক) ১৯৭০ সালের ১০ এপ্রিল
খ) ১৯৭০ সালের ১৭ এপ্রিল
গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

366. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

ক) ১২ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ৪০০ নটিক্যাল মাইল
Note : বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।

367.

বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য রাষ্ট্র ?

ক) ৩২ তম
খ) ৪০ তম
গ) ৩৮ তম
ঘ) ৪২ তম
Note :

বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য।

স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল।

368. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে ?

ক) নাটোর
খ) নওগাঁ
গ) দিনাজপুর
ঘ) ঠাকুরগাঁও
Note : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে। এক সময় বাংলাদেশের নাটোর জেলায় ও দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদন হতো। তখন এই দুটি জেলা রুটি ঝুড়ি নামে পরিচিত ছিল। বর্তমানে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুরগাঁও জেলায়।

369. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন ?

ক) শীল কান্ত শর্মা
খ) ইব্রাহীম হুসাইন জাকী
গ) আবুল আহসান
ঘ) নিহাল রডরিগো

371. সবচেয়ে বড় দিন কোনটি ?

ক) ২ ডিসেম্বর
খ) ২১ মার্চ
গ) ২৩ সেপ্টেম্বর
ঘ) ২১ জুন
Note : ২১ জুন ও ২২ ডিসেম্বর

372. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদিন
খ) এসএম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন্নবী
Note : বিখ্যাত 'তিন কন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো। ম্যাডোনা - ৪৩ , মনপুরা - ৭০ ,সংগ্রাম , মইটানা প্রভৃতি। 'শিশু স্বর্গ' চিত্রাঙ্গন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান মসধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবীকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।

374. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ ?

ক) ভারত
খ) চীন
গ) বাংলদেশ
ঘ) রাশিয়া

375. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক) এ. এইচ. এম. কামরুজ্জামান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) তাজউদ্দীন আহমদ
ঘ) এম. মনসুর আলী
Note : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান, পুনর্বাসনে বিশেষ দায়িত্বে নিযুক্ত ছিলেন - অধ্যাপক ইউসুফ আলী।

376.

কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?

ক) ইউরোপ
খ) দক্ষিণ আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) উত্তর আমেরিকা
Note :

কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ১২টি। কলম্বিয়া দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত। এর রাজধানী - বোগোটা, ভাষা - স্প্যানিশ, মুদ্রা - পেসো।

377. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

ক) উওর আফ্রিকা
খ) এশিয়া
গ) চীন
ঘ) দক্ষিণ আফ্রিকা
Note : গােবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত। এ মরুভূমির অংশবিশেষ চীনের উত্তর এবং উত্তর - পশ্চিম অংশে এবং বাকি অংশ মঙ্গোলিয়ার দক্ষিণে। গােবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।

378. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ-

ক) পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ) পেট্রোল পানির সাথে মিশে না
গ) পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ) খ ও গ উভয়ই ঠিক
Note : পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।

379. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?

ক) লাল
খ) হলুদ
গ) বেগুনি
ঘ) নীল
Note : যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তার বিচ্যুতি সবচেয় কম। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এর বিচ্যুতি কম।

380. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদীন
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন নবী
Note : বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা” এর চিত্রকর হলেন কামরুল হাসান । বিখ্যাত 'তিনকন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান । জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো ম্যাডোনা - ১৯৪৩, মনপুরা - ৭০, সংগ্রাম, মইটানা প্রভৃতি । 'শিশুস্বর্গ' চিত্রাঙ্কন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান সমধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবী বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট ।

381.

প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা—

ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
Note :

গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।

382.

বাংলাদেশ নব-নৈতিকতার প্রবর্তক হলেন-

ক) মোহাম্মদ বরকতুল্রা
খ) জি. সি. দেব
গ) আরজ আলী মাতুব্বর
ঘ) আবদুল মতীন
Note :


আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন ৷

তবে জর্জ সিরিজের বই অনুসারে (পৃষ্ঠা -০৪) নব নৈতিকতার জনক বাঙ্গালী দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব বা জি.স.দেব। 

383. AC কে DC করার যন্ত্র –

ক) রেকটিফায়ার
খ) অ্যামপ্লিফায়ার
গ) ট্রানজিস্টর
ঘ) ডায়োড
Note : রেক্টিফায়ার এর মাধ্যমে AC বিদ্যুৎ কে DC বিদ্যুৎ তে রূপান্তরিত করা যায় ।

384. হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র-

ক) কম্পাস
খ) স্টেথোস্কোপ
গ) গ্যালভানোমিটার
ঘ) কার্ডিওগ্রাফ
Note : হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র সঠিক উত্তর কার্ডিওগ্রাফ
কম্পাস দিক নির্দেশক যন্ত্র। গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র। স্টেথোস্কোপ মানব শরীরের রক্ত সঞ্চালনের শব্দ শোনার কাজে ব্যবহৃত হয়। কার্ডিওগ্রাফ হৃদপিন্ডের গতি নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়।

385. মুজিবনগর কোথায় অবস্থিত

ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা
Note : মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত (তৎকালীন কুষ্টিয়া) এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়, এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর’। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

386. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?

ক) শনি
খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
Note : সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি । বৃহত্তম গ্রহ হওয়ায় প্রাচীন রোমান দেবতা Jupiter এর নাম অনুসারে Jupiter নামটি হয়। বৃহস্পতির ব্যাস ৮৮,৮৪৬ মাইল। ১,৪২,৯৮৪ কিলোমিটার। পৃথিবীর থেকে কত বড় এই জুপিটার বা বৃহস্পতি। বৃহস্পতির ভর পৃথিবীর ভরের ৩১৮ গুণ বড়।

387. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?

ক) ট্রিগভেলি
খ) কুর্ট ওয়াল্ডহেইম
গ) দ্যাগ হ্যামারশোল্ড
ঘ) উ থান্ট
Note : জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তার পুরো নাম ডগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড। জাতিসংঘের ২য় মহাসচিব হিসেবে তিনি এপ্রিল, ১৯৫৩ থেকে সেপ্টেম্বর, ১৯৬১ পর্যন্ত কর্মরত ছিলেন। বিমান দূর্ঘটনায় মৃত্যুজনিত কারণে তিনি মেয়াদ পূর্তি করতে পারেননি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকে তিনি ছিলেন চার জন ব্যক্তির মধ্যে একজন, যিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। একমাত্র জাতিসংঘ মহাসচিব হিসেবে হামারশোল্ড কর্মরত অবস্থায় মারা যান।

388.

‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

ক) ঢাকা সেনানিবাসে
খ) সোহরাওয়ার্দী উদ্যানে
গ) শেরেবাংলা নগরে
ঘ) সাভারে
Note :

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের অমর স্মৃতি চির জাগ্রত রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৯৭ সালের ২৬ মার্চ শিখা চিরন্তর স্থাপিত হয়।এ স্থানটি ৭ ই মার্চের ভাষণ ও ১৬ ডিসেম্বরের পাক বাহিনীর আত্মসমর্পণের স্মৃতি বিজড়িত। ‘শিখা চিরন্তন’ স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত স্মারক, বাঙালির শৌর্যবীর্য আর অহংকারের প্রতীক।

389. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে-

ক) ৪নং
খ) ৮নং
গ) ৯নং
ঘ) ১১নং
Note : তারামন বিবি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেন।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore