বিষয়ঃ সাধারণ জ্ঞান

101. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?

ক) লিটন দাস
খ) মুশফিকুর রহিম
গ) সাকিব আল হাসান
ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ

102. মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?

ক) বিজু
খ) রাশ
গ) সাংগ্রাই
ঘ) বাইশু

103. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?

ক) ভূমি রাজস্ব
খ) মূল্য সংযোজন কর
গ) আয়কর
ঘ) আমদানি শুল্ক

105. বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?

ক) সিলেট
খ) খুলনা
গ) বরিশাল
ঘ) চট্টগ্রাম

106. বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী

ক) সিলেট ও চট্টগ্রাম
খ) ঢাকা ও ময়মনসিংহ
গ) কুমিল্লা ও নোয়াখালী
ঘ) রাজশাহী ও রংপুর

107. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?

ক) বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
খ) অর্থ ও পররাষ্ট্র
গ) স্বরাষ্ট্র ও পরিকল্পনা
ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র

108. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?

ক) মোহাম্মদ সোলায়মান
খ) আব্দুল খালেক
গ) মাহবুব উদ্দিন আহমেদ
ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী

110. নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?

ক) ভূমিকম্প
খ) ভূমিধস
গ) সুনামি
ঘ) খরা

111. বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
খ) নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
গ) নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
ঘ) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা

112. বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?

ক) মরুকরণ
খ) বন্যা
গ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ) `ভূমিকম্প

113. জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী?

ক) বিশালাকৃতির ঢেউ
খ) সামুদ্রিক ঢেউ
গ) জলোচ্ছাস
ঘ) পোতাশ্রয়ের ঢেউ

115. দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল-

ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
খ) জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
গ) ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
ঘ) মরুকরণ প্রক্রিয়া হ্রাসকরণ

116. উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল -

ক) ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
খ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
গ) ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
ঘ) ৮-৫° সেলসিয়াস/কিলোমিটার

117. কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?

ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
খ) ইন্ডিয়ান ও বার্মিজ
গ) ইন্ডিয়ান ও আফ্রিকান
ঘ) বার্মিজ ও ইউরেশিয়ান

119. হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?

ক) বিরামপুর, দিনাজপুর
খ) ঘোড়াঘাট, দিনাজপুর
গ) হাকিমপুর, দিনাজপুর
ঘ) পাঁচ বিবি, জয়পুর হাট

123. Friday For Future' কোন ধরনের আন্দোলন?

ক) ধর্মীয় আন্দোলন
খ) পরিবেশবাদী আন্দোলন
গ) শান্তিবাদী আন্দোলন
ঘ) গণতান্ত্রিক আন্দোলন

124. জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-

ক) কার্টাগোনা প্রটোকল
খ) মন্ট্রিল প্রটোকল
গ) কিয়াটো প্রটোকল
ঘ) প্যারিস চুক্তি

125. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি

ক) জলবায়ু কার্যক্রম
খ) মানসম্মত শিক্ষা
গ) দারিদ্র বিমোচন
ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান

126. সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?

ক) ভারত ও চীন
খ) নেপাল ও চীন
গ) পাকিস্তান' ও চীন
ঘ) ভারত ও পাকিস্তান

127. বার বিধি' (The Twelve Tables) কী?

ক) রোমান আইনের ভিত্তি
খ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
গ) ফুটবল খেলার নিয়মাবলি
ঘ) স্থানীয়/দেশি খেলা

128. বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-

ক) আইসল্যান্ড
খ) জাপান
গ) সিংগাপুর
ঘ) সুইজারল্যান্ড

130. কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?

ক) শরণার্থীর অধিকার
খ) `জ্বালানি নিরাপত্তা
গ) সমুদ্র সীমানা
ঘ) জলবায়ু পরিবর্তন

133. বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-

ক) চীন
খ) জাপান
গ) ডেনমার্ক
ঘ) সুইডেন

136. আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?

ক) ইরান
খ) ইরাক
গ) জর্ডান
ঘ) সিরিয়া

139. কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?

ক) ৫ জুন
খ) ১০ জুন
গ) ২০ জুন
ঘ) ২৫ জুন

140. জাতীয় ভোটার দিবস কবে?

ক) ১ মার্চ
খ) ১ জুন
গ) ২ সেপ্টেম্বর
ঘ) ৩ মে
Note : অপশন ভূল । “জাতীয় ভোটার দিবস” ০১ মার্চ তারিখের পরিবর্তে ০২ মার্চ

141.

শোলাকিয়া ইদগাহ কোন জেলায় অবস্থিত?

ক) নেত্রকোনা
খ) ময়মনসিংহ
গ) কিশোরগঞ্জ
ঘ) জামালপুর
Note :

শোলাকিয়া ইদগাহ কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান।

বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের "গোর - এ - শহীদ বড় ময়দানের" পর দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এখানে।

142.

যে নারীর হাসি পবিত্র'-তাকে কী বলে?

ক) সুচিস্মিতা
খ) শুচিস্মিতা
গ) সুহাসিনী
ঘ) সুহাস্য
Note :

যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা।
যে নারীর হাসি পবিত্র- শুচিস্মিতা ।
যে নারী অন্যের নিন্দা করে না - অনসূয়া।
সরোবরে জন্ম যার - সরোজ।
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। 
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী। 
যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা। 
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। 
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। 
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। 
যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। 
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। 
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। 
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 
যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী। 
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ। 
যে নারী বীর = বীরাঙ্গনা। 
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্য পূর্বা। 
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। 
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা। 
নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া। 
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। 
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।  
যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

143. সবজি চাষ বিদ্যাকে কী বলে

ক) Horticulture
খ) Aroboriculture
গ) Floriculture
ঘ) Vegiculture
Note : উদ্যান তত্ত্ব শব্দটি ইংরেজি Horticulture শব্দের বাংলা পরিভাষা। Horticulture শব্দটি উদ্ভূত হয়েছে গ্রিক 'hortus'এবং 'cultura'থেকে । Hortus শব্দের অর্থ হল বাগান এবং cultura বা culture শব্দের অর্থ হল চাষাবাদ বা পালন । সুতরাং horticulture শব্দের অর্থ দাড়ায় উদ্যান পালন বিষয়ক বিদ্যা ।

145.

হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?

ক) যশোহর
খ) আখাউড়া
গ) সাতক্ষীরা
ঘ) দিনাজপুর
Note :

বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরটি  অবস্থিত ।

146.

সৌদি আরবের রাজধানীর নাম কি?

ক) মক্কা
খ) মদিন
গ) জেদ্দা
ঘ) রিয়াদ
Note :

সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ ।

রিয়াদ সৌদি আরবের রাজধানী। এবং এটি সৌদি আরবের সবচেয়ে বড় শহর। এটি নজদ অঞ্চলের আর - রিয়াদ প্রদেশের অংশ, এবং আরব উপদ্বীপের মধ্যভাগের মালভূমি অঞ্চলে অবস্থিত। এখানে প্রায় ৪২, ৬০, ০০০ মানুষের বসবাস রয়েছে, যা সারা দেশের মোট জনসংখ্যার ২০%। রিয়াদের অবস্থান হল ২৪°৪২'৪২" উত্তর অক্ষাংশ, ৪৬°৪৩'২৭" পূর্ব দ্রাঘিমাংশ। সৌদী আরবের রাজধানী রিয়াদ সমুদ্রপৃষ্ঠের ২৫০০ ফিট উপরে আরব উপদ্বীপের মধ্যস্থলে নাজদের গ্রেট চুনাপাথর মালভূমিতে অবস্থিত। রিয়াদ শহর রিয়াদ পৌরসভার ও রিয়াদ উন্নয়ন কর্তৃপক্ষের অধীনস্থ ১৭টি উপ পৌরসভায় বিভক্ত। এর প্রধান হলেন রিয়াদ প্রদেশের যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ। ঊষর মরুর মধ্যে অবস্থিত রিয়াদে কদাচিৎ বৃষ্টিপাত হয়। ৫টি বাঁধে বৃষ্টির পানি ধরে রাখা হয়। এছাড়া রয়েছে ৯৬টি কূপ, এবং ২৯০ মাইল (৪৬৭ কিমি) পাইপলাইন, যার মাধ্যমে পারস্য উপসাগরের লবন - মুক্তকরণ কেন্দ্র হতে বিপুল পরিমাণে পানি নিয়ে আসা হয়।

147.

বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) স্পিকার
ঘ) বিসিএস ক্যাডার
Note :

সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার । আর প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' - এর প্রধান ।

148.

ইন্টারনেটের জনক কে?

ক) Charles Babej
খ) Vinton Gray Cerf
গ) Vinton Gray
ঘ) Bill Gates
Note :

ইন্টারনেটের জনক Vinton Gray Cerf.

ভিন্টন গ্রে "ভিন্ট" সার্ফ ( জন্ম ২৩শে জুন, ১৯৪৩) একজন প্রথিতযশা আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, যাকে আধুনিক 'ইন্টারনেটের জনক' বলা হয়ে থাকে। তার এই উপাধিটি তিনি আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী রবার্ট কানের সাথে ভাগ করেছেন। অবৈতনিক ডিগ্রির সাথে তার এই অবদানসমূহ স্বীকার এবং প্রশংসিত করা হয়েছে।

150. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?

ক) ৯ জানুয়ারী ১৯৭২
খ) ৬ ডিসেম্বর ১৯৭২
গ) ৮ জানুয়ারি ১৯৭২
ঘ) ১০ জানুয়ারি ১৯৭২

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore