বিষয়ঃ সাধারণ জ্ঞান

151. বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?

ক) ২৫ জানুয়ারী ১৯৭৫
খ) ২৫ ফেব্রুয়ারী ১৯৭৫
গ) ২৫ মার্চ ১৯৭৫
ঘ) ২৫ এপ্রিল ১৯৭৫

152. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ?

ক) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
খ) ২৫ জানুয়ারি, ১৯৭০
গ) ৭ মার্চ, ১৯৭১
ঘ) ২০ মার্চ, ১৯৭১

153. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত লিখা হয়?

ক) ১৯৫৫ সাল
খ) ১৯৫২ সাল
গ) ১৯৬৬ সাল
ঘ) ১৯৬৯ সাল

154. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-

ক) ফ্রিডম পদক
খ) ম্যাগসেসে পদক
গ) জুলিও কুরি পদক
ঘ) জওহরলাল নেহেরু পদক

155. দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন?

ক) ১২ ফেরুয়ারি ১৯৭২
খ) ২৫ জানুয়ারি ১৯৭২
গ) ১০ জানুয়ারি ১৯৭২
ঘ) ২৫ মার্চ১৯৭২

156. বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?

ক) ১০ জানুয়ারি ১৯৭২
খ) ১৬ ডিসেম্বর ১৯৭১
গ) ৭ মার্চ ১৯৭১
ঘ) ৩ মার্চ ১৯৭১

157. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?

ক) টাইম
খ) ইকোনোমিস্ট
গ) নিউজ উইক্‌স
ঘ) ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্‌লি

158. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

ক) স্বস্তি পরিষদের
খ) সাধারণ পরিষদের অধিবেশনে
গ) ইকোসোকে (ECOSOC)
ঘ) ইউনেসকোতে (UNESCO)

159.

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক) EU
খ) WTO
গ) NATO
ঘ) FIFA
Note :

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

160. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

ক) এ এন সাহা
খ) কামরুল হাসান
গ) রফিকুন্নবি
ঘ) জয়নুল আবেদিন
Note : বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এ এন সাহা। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। জয়নুল আবেদিন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী।

161. রক্তের কত শতাংশ প্লাজমা?

ক) ৯০%
খ) ৫০%
গ) ৫৫%
ঘ) ৬০%
Note : রক্তের তরল অংশকে (55%) প্লাজমা বা রক্তরস বলে । রক্তের কোষ ও উপাদান অংশে (45%) লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা বা প্লেটলেট থাকে ।

162. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

ক) ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
খ) ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
গ) ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
ঘ) ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪

163. জাতিসংঘ নামকরণ করেন-

ক) রুজভেল্ট
খ) স্টালিন
গ) চার্চিল
ঘ) দ্যা গল

164. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?

ক) ১৯৪৪ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৪৯ সালে

165. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?

ক) ১৯১২ সালে
খ) ১৯১৩ সালে
গ) ১৯১৪ সালে
ঘ) ১৯১৫ সালে

166. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?

ক) ৪ (চার) টি
খ) ৫ (পাঁচ) টি
গ) ৭ (সাত) টি
ঘ) ৬ (ছয়) টি

167. রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?

ক) ঠাকুরগাঁও
খ) পঞ্চগড়
গ) নীলফামারী
ঘ) দিনাজপুর

168.

নেপালের পার্লামেন্টের নাম কি?

ক) ফেদেরাল পার্লামেন্ট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) মজলিস
Note :

সংবিধান অনুযায়ী নেপালের নতুন আইনসভার নাম Federal Parliament । দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম House of Representative, যার সদস্য সংখ্যা ২৭৫ এবং উচ্চকক্ষের নাম National Assembly , যার সদস্য সংখ্যা ৫৯।

169. পানির ঘনত্ব সবচেয়ে বেশি -

ক) ৪ ডিগ্রী C তাপমাত্রায়
খ) ৩ ডিগ্রী C তাপমাত্রায়
গ) ৫ডিগ্রী C তাপমাত্রায়
ঘ) ৬ ডিগ্রী C তাপমাত্রায়

170. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী ?

ক) পদ্মা
খ) যমুনা
গ) সুরমা
ঘ) মেঘনা

171. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -

ক) ৫ জুন
খ) ৫ জুলাই
গ) ৫ অগাস্ট
ঘ) ৫ মার্চ

172. সূর্য উদয়ের দেশ কোনটি ?

ক) চীন
খ) জাপান
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া

173. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে ?

ক) ৫ টি
খ) ৬ টি
গ) ৭ টি
ঘ) ৯ টি

174. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?

ক) কক্সবাজার
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) রাঙামাটি

175. কোন দেশে সমুদ্র বন্দর নাই?

ক) মালদ্বীপ
খ) ভেনেজুয়েলা
গ) নেপাল
ঘ) গ্রীস

176. গোপালগঞ্জ কোন প্রাচীন জনপদের অংশ ছিল?

ক) পুন্ড্র
খ) বঙ্গ
গ) সমতট
ঘ) চন্দ্রদ্বীপ
Note : মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে আজকের গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এ এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। সুলতানী ও মোঘল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন বঙ্গ -বৃহত্তর ঢাকা,ময়মনসিংহ,ফরিদপুর,যশোর,কুষ্টিয়া বিক্রমপুর,বাকলা (বরিশাল) ও পটুয়াখালি অঞ্চল

177. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

ক) ১২ নটিক্যাল মাইল
খ) ২০০ নটিক্যাল মাইল
গ) ১৪ নটিক্যাল মাইল
ঘ) ৪০০ নটিক্যাল মাইল
Note : বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিমি)। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হলো ২০০ নটিক্যাল মাইল এবং মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির ফলে বাংলাদেশের বর্তমান মোট সমুদ্রসীমা হলো ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার।

178. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো_

ক) জিওলোজি
খ) এ্যানথ্রপলোজি
গ) এনপোমলিজি
ঘ) নিউরোলজি

179. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে?

ক) সিলেট
খ) হবিগঞ্জ
গ) মৌলভীবাজার
ঘ) সুনামগঞ্জ

180. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?

ক) চট্টগ্রাম
খ) পাকশি
গ) সৈয়দপুর
ঘ) আখাউড়া

181. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

ক) মহানন্দা
খ) ভৈরব
গ) কুমার
ঘ) গড়াল

182. পৃথিবীর বৃহত্তম মহাদেশ-

ক) এশিয়া
খ) ইউরোপ
গ) আফ্রিকা
ঘ) এন্টার্কটিকা

183. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

ক) কর্নওয়ালিস
খ) ক্লাইভ
গ) জন মেয়ার
ঘ) ওয়ারেন হেস্টিংস

184. সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?

ক) ১৮১৯
খ) ১৮২৯
গ) ১৮৩৯
ঘ) ১৮৪৯

185. ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয় ?

ক) রাতকানা
খ) বেরিবেরি
গ) স্কার্ভি
ঘ) রিকেটস

188. বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে ?

ক) সেলিমা রহমান
খ) খন্দকার নুরুল আলম
গ) হেলাল হাফিজ
ঘ) রফিক আজাদ

189. কোন দেশের ভারসম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন ?

ক) শতকরা ২০ ভাগ
খ) শতকরা ২৫ ভাগ
গ) শতকরা ৩০ ভাগ
ঘ) শতকরা ৩৫ ভাগ

190. ‘সাবাস বাংলাদেশের’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?

ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ) টি এস সি মোড়ে
ঘ) জয়দেবপুরে

191. আমিষ বেশি আছে কোনটিতে ?

ক) মুগ ডাল
খ) মসুর ডাল
গ) খাসির মাংশ
ঘ) ইলিশ মাছ

192. FAO- এর সদর দপ্তর কোথায় ?

ক) নিউইয়র্ক
খ) ম্যানিলা
গ) রোম
ঘ) জেনেভা

193. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন_

ক) ৯ জানুয়ারি ১৯৭২
খ) ১০ জানুয়ারি ১৯৭২
গ) ১১ জানুয়ারি ১৯৭২
ঘ) ১২ জানুয়ারি ১৯৭২

194. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ?

ক) মেসোপটেমিয় সভ্যতা
খ) সুমেরীয় সভ্যতা
গ) মিশরীয় সভ্যতা
ঘ) অ্যাসেরীয় সভ্যতা

195. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে?

ক) জয়নুল আবেদিন
খ) এসএম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) রফিকুন্নবী
Note : বিখ্যাত 'তিন কন্যা' চিত্রকর্মের চিত্রশিল্পী হলেন কামরুল হাসান। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলো হলো। ম্যাডোনা - ৪৩ , মনপুরা - ৭০ ,সংগ্রাম , মইটানা প্রভৃতি। 'শিশু স্বর্গ' চিত্রাঙ্গন প্রতিষ্ঠানের জন্য এস এম সুলতান মসধিক পরিচিত । অন্যদিকে রফিকুন্নবীকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট।

196. গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?

ক) চট্টোগ্রাম
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) কক্সবাজার

197. 'জাতীয় বস্ত্র দিবস' কত তারিখ?

ক) ৪ সেপ্টেম্বর
খ) ৪ অক্টোবর
গ) ৪ নভেম্বর
ঘ) ৪ ডিসেম্বর
Note : ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস প্রতিবছর এই দিনটি জাতীয়ভাবে পালন করা হয়

198. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?

ক) মালদ্বীপ
খ) সন্দ্বীপ
গ) হাতিয়া
ঘ) বরিশাল

199. বাংলাদেশে White gold কোনটি?

ক) ইলিশ
খ) পাট
গ) রূপা
ঘ) চিংড়ি

200. BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?

ক) Bangladesh Telephone Regulatory Commission
খ) Bangladesh Telecommunication Regulatory Commission
গ) Bangladesh Telecom Regulatory Commission
ঘ) Bangladesh Telephone and Telegraph Regulatory Commission

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore