বিষয়ঃ সাধারণ জ্ঞান
151. বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
152. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ?
153. বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কত সাল পর্যন্ত লিখা হয়?
154. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-
155. দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন?
156. বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানকে কবে 'জাতির জনক ঘোষণা করা হয়?
157. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?
158. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
159.
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
160. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
161. রক্তের কত শতাংশ প্লাজমা?
162. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
165. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় কত সালে?
166. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?
168.
নেপালের পার্লামেন্টের নাম কি?
সংবিধান অনুযায়ী নেপালের নতুন আইনসভার নাম Federal Parliament । দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম House of Representative, যার সদস্য সংখ্যা ২৭৫ এবং উচ্চকক্ষের নাম National Assembly , যার সদস্য সংখ্যা ৫৯।
169. পানির ঘনত্ব সবচেয়ে বেশি -
174. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে ?
176. গোপালগঞ্জ কোন প্রাচীন জনপদের অংশ ছিল?
177. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
183. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
186. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কী বলা হয় ?
188. বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার কে ?
189. কোন দেশের ভারসম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন ?
190. ‘সাবাস বাংলাদেশের’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
193. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন_
194. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ?
195. বিখ্যাত চিত্রকর্ম “তিন কন্যা”-এর চিত্রকর কে?
197. 'জাতীয় বস্ত্র দিবস' কত তারিখ?
200. BTRC -এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?