বিষয়ঃ সাধারণ জ্ঞান

201. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

ক) করিমগঞ্জ
খ) খোয়াই
গ) পেট্রাপল
ঘ) ডাউকি

203. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?

ক) ফ্রিডম পদক
খ) ম্যাগসেসে পদক
গ) জওহরলাল নেহেরু পদক
ঘ) জুলিও কুরি পদক

204. জাতিসংঘ দিবস পালিত হয়-

ক) ২৪ অক্টোবর
খ) ২৪ আগস্ট
গ) ২৪ ডিসেম্বর
ঘ) ২৪ নভেম্বর

205. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

ক) বঙ্গ
খ) পুণ্ড্রবর্ধন
গ) গৌড়
ঘ) সমতট

206. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কোন দেশের সহায়তার নির্মিত হয়েছে?

ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স
ঘ) রাশিয়া

207. কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?

ক) বেলে মাটি
খ) পলিমাটি
গ) দো-আঁশ মাটি
ঘ) এঁটেল মাটি

208. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?

ক) ভারত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) প্রশান্ত মহাসাগরে
ঘ) উত্তর মহাসাগরে

209. বাংলাদেশের জাতীয় দিবস কবে?

ক) ১৬ ডিসেম্বর
খ) ৭ মার্চ
গ) ২৬ মার্চ
ঘ) ১৭ এপ্রিল

210. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?

ক) প্রবাসী শ্রমিক
খ) পাট
গ) রেডিমেড গার্মেন্টস
ঘ) চামড়া

211. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

ক) যশোর
খ) কুষ্টিয়া
গ) মেহেরপুর
ঘ) চুয়াডাঙ্গা

212. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

ক) নিঝুম দ্বীপ
খ) সন্দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি
ঘ) কুতুবদিয়া

213. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

ক) কফি আনান
খ) হ্যামারশোল্ড
গ) ট্রিগভেলি
ঘ) বান কি মুন

214. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?

ক) টিটেনাস
খ) ইনফ্লুয়েঞ্জা
গ) চিকেন পক্স
ঘ) হাম

215. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন—

ক) ক্ষমার্হ
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমা
ঘ) ক্ষমাপ্রদ

216. বাংলাদেশের বৃহত্তম হাওর -

ক) পাথরচাওলি
খ) হাইল
গ) চলন বিল
ঘ) হাকালুকি

217. ক্রিয়াপদের মূল অংশকে বলে—

ক) বিভক্তি
খ) ধাতু
গ) প্রত্যয়
ঘ) কৃৎ

218. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় –

ক) ১৯৮৪ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৫ সালে
ঘ) ১৯৮৬ সালে

219. পাখি ছাড়া ‘বলাকা’ ও ‘দোয়েল’ নামে পরিচিত হচ্ছে –

ক) দু'টি উন্নত জাতের গমশস্য
খ) দু'টি উন্নত জাতের ধানশস্য
গ) দু'টি উন্নত জাতের ভুট্রাশস্য
ঘ) দু'টি উন্নত জাতের ইক্ষু

220. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –

ক) শায়েস্তা খাঁ
খ) নওয়াব সলিমুল্লাহ
গ) মির্জা আহমেদ জান
ঘ) মির্জা গোলাম পীর

221. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –

ক) ১৭ এপ্রিল ১৯৭১
খ) ২৬ মার্চ ১৯৭১
গ) ১০ এপ্রিল ১৯৭১
ঘ) ১০ জানুয়ারি ১৯৭১

222. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র কত তারিখে পঠিত হয়?

ক) ১০ এপ্রিল ১৯৭১
খ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ৭ মার্চ ১৯৭১
ঘ) ২৬ মার্চ ১৯৭১

223. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিল-

ক) ১৯৬৬ সালে
খ) ১৯৬৭ সালে
গ) ১৯৬৮ সালে
ঘ) ১৯৬৯ সালে

224. ‘গারাে’ উপজাতি কোন জেলায় বাস করে?

ক) পার্বত্য চট্টগ্রাম
খ) সিলেট
গ) ময়মনসিংহ
ঘ) টাঙ্গাইল

225. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

ক) অশোক মৌর্য
খ) চন্দ্রগুপ্ত মৌর্য
গ) সমুদ্র গুপ্ত
ঘ) এর কোনটিই না

226. আল্ট্রাসনোগ্রাফী কী?

ক) নতুন ধরনের এক্সরে
খ) ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
গ) শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
ঘ) শক্তিশালী শব্দ দিয়ে পিত্তা পাথর বিচূর্ণকরণ

227. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

ক) তিতুমীর
খ) সৈয়দ আহমদ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরিয়তউল্লাহ

228. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

ক) তিতুমির
খ) ফকির মজনু শাহ
গ) দুদু মিয়া
ঘ) হাজী শরীয়তুল্লাহ

229. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?

ক) ময়নামতি
খ) বিক্রমপুর
গ) মহাস্থানগড়
ঘ) পাহাড়পুর

230. কোনটি চৌম্বক পদার্থ?

ক) পারদ
খ) বিসমাথ
গ) এ্যান্টিমনি
ঘ) কোবাল্ট

231. UNIDO এর সদর দপ্তর কোথায়?

ক) ভিয়েনা
খ) হেগ
গ) জেনেভা
ঘ) সদর দপ্তরবিহীন
Note : UNIDO এর সদর দপ্তর কোথায়- UNIDO এর প্রধান কার্যালয় ভিয়েনায়। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং ইউরোপের একটি ঐতিহাসিক শহর। অস্ট্রিয়ার সবথেকে বড় শহর। Vienna, Austria.

232. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?

ক) ভারত
খ) পাকিস্তান
গ) শ্রীলঙ্কায়
ঘ) বাংলাদেশে

233. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?

ক) তামার তার
খ) কো-এক্সিয়াল ক্যাবল
গ) অপটিক্যাল ফাইবার
ঘ) ওয়্যারলেস মিডিয়া

234. 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-

ক) ১৯ ফেব্রুয়ারী ১৯২২
খ) ১৯ জানুয়ারী ১৯২৬
গ) ১৯ মার্চ ১৯২৬
ঘ) ২৬ মার্চ ১৯২৭

235. নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-

ক) নামিবিয়া
খ) ভ্যাটিক্যান সিটি
গ) কিউবা
ঘ) পানামা

237. ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে-

ক) মাকাও
খ) হাইতি
গ) ওকিনাওয়া
ঘ) ভিয়েতনাম

238. টুথপেস্টের প্রধান উপাদান কি?

ক) জেলি ও মশলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল

239. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

ক) স্নো লোরিস
খ) রাজ কাঁকড়া
গ) গণ্ডার
ঘ) পিপীলিকাভুক ম্যানিস

240. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়–

ক) সিলেটের মালনীছড়ায়
খ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
গ) সিলেটের জাফলং
ঘ) সিলেটের তামাবিলে

241. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার‌্যক্রম শুরু করে?

ক) ১৯৪৫ সাল হতে
খ) ১৯৪৬ সাল হতে
গ) ১৯৪৭ সাল হতে
ঘ) ১৯৪৮ সাল হতে

243. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

ক) শায়েস্তা খান
খ) শাহ সুজা
গ) টিপু সুলতান
ঘ) ইসলাম খান

244. “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?

ক) মরহুম আলতাফ মাহমুদ
খ) মরহুম নজরুল ইসলাম বাবু
গ) ড. মনিরুজ্জামান
ঘ) মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

245. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

ক) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
খ) বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
গ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
ঘ) বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

246. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

ক) হুগলী
খ) গৌড়
গ) সোনারগাঁ
ঘ) ঢাকা

247. বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা নামকরণ করেছেন কে ?

ক) শেখ রেহানা
খ) শেখ হাসিনা
গ) খন্দকার আশরাফ হোসেন
ঘ) বঙ্গবন্ধু নিজেই
Note : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক — মহিউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর আত্মজীবনী' গ্রন্থের গ্রন্থস্বত্ব — বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাস্টের। নামকরণ করেছেন শেখ রেহানা ।

248. 'e-TIN' চালু করা হয় কত সালে?

ক) ২০১৩ সালে
খ) ২০১৪ সালে
গ) ২০১৫ সালে
ঘ) ২০১৬ সালে

249. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়-

ক) ১৯৩৭ সালে
খ) ১৯১৭ সালে
গ) ১৯৪২ সালে
ঘ) ১৯২৭ সালে

250. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?

ক) ফ্যাদোমিটার
খ) আইরোকম্পাস
গ) সাবমেরিন
ঘ) এ্যানিওমিটার

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore