বিষয়ঃ সাধারণ জ্ঞান
301. ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
302. ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?
303. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?
304. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
305. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত
306. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
307. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?
308. ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
309. প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি?
310. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?
311. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
312. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?
314. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?
315. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?
316. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
318. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?
319. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
321. বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা নামকরণ করেছেন কে ?
322. সূর্যের হাসি" কিসের প্রতীক?
326. ৩৬ গ্রাম ওজনের সোনার গয়নার সোনা ও খাদের অনুপাত ৭:৫ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
328. পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?
333. 1 - 1 + 1 - 1 + ------------------ এর ধারাটির (2n + 1) পদের সমষ্টি হবে?
338. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
339.
‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
ভারত ও পাকিস্তানের নিকট এ স্থানটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
এটি কারাকোরাম পর্বতের ৫, ২৪২ মিটার উঁচুতে অবস্থিত।
সঠিক উত্তর সিয়াচেন হিমবাহ কাশ্মিরে অবস্থিত।
সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। এটি বর্তমানে ভারত-পাকিস্তান উভয় দেশ কর্তৃক নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত। সিয়াচেন হিমবাহের অধিকাংশ ভারত নিয়ন্ত্রিত। সিয়াচেন হিমবাহ পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত।
340. বেক্সিট কার্যকর হয় কত তারিখে?
341. ২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-
343. কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত?
344. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
345. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
346.
ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে ফিনল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।
347. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
348.
প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -
গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।
349. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
350.
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।
জেনে নিই
জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1
জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।