বিষয়ঃ সাধারণ জ্ঞান

301. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা 'বুকের ভেতর আগুন' এর রচয়িতা কে?

ক) বেগম নুরজাহান
খ) সেলিনা হোসেন
গ) জাহানারা ইমাম
ঘ) নীলিমা ইব্রাহিম

303. ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?

ক) লন্ডন
খ) প্যারিস
গ) ব্রাসেলস
ঘ) ফ্রাঙ্কফুর্ট

304. ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র কে ছিলেন?

ক) আনিসুল হক
খ) সাঈদ খোক
গ) সাদেকে হোসেন খোকা
ঘ) মোহাম্মদ হানিফ

305. হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?

ক) ক্যালসিয়াম
খ) রক্তের গ্লুকোজ
গ) ভিটামিন-ই
ঘ) ইনসুলিন
Note : রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে। ইনসুলিন গ্রহণের মাত্রা বা ওষুধের মাত্রা বেশি এবং খাবার কম হলে, অর্থাৎ খাবার ও ওষুধের মধ্যে সমন্বয় না থাকলে। সময় না মেনে দেরিতে খাবার খেলে। দীর্ঘক্ষণ কঠোর ব্যায়াম করলে। অসুস্থতার পর খাবার খেতে না পারলে বা খাবার কম খেলে। অত্যধিক মদ্যপান করলে।

306. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?

ক) টাচ স্ক্রীন
খ) প্রিন্টার
গ) মাউস
ঘ) মাইক্রোফোন

307. বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২৩-এ ভূষিত

ক) নুরজাহান বেগম
খ) মোহাম্মাদ জাফর ইকবাল
গ) মাকসুদুল আলম
ঘ) সেঁজুতি সাহা

309. মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে?

ক) তারেক মাসুদ
খ) মোস্তফা সরোয়ার ফারুকী
গ) মৃনাল সেন
ঘ) হুমায়ুন আহমেদ

310. ২০২২ সালের জনশুমারী ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?

ক) ১৬,৯৮,১৭৯২১
খ) ১৬,৯৮,২৫,৯২১
গ) ১৯,৯৮,২৮,৯২১
ঘ) ১৬,৯৬,১৮,৯২১

311. প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি?

ক) যোগ্যতাভিত্তিক
খ) দক্ষতাভিত্তিক
গ) উদ্দেশ্যভিত্তিক
ঘ) বয়স কাঠামো ভিত্তিক

312. সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে?

ক) আপেল মাহমুদ
খ) গাজী মাজহারুল আনোয়ার
গ) নজরুল ইসলাম বাবু
ঘ) আহমেদ ইমতিয়াজ বুলবুল

313. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) প্রিয়যোদ্ধা প্রিয়তম
খ) নেকড়ে অরণ্য
গ) বন্দী শিবির থেকে
ঘ) নিষিদ্ধ লোবান

314. ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই?

ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) ত্রিপুরা
ঘ) মিজোরাম
Note : ভারতের মোট ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশে সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো - পশ্চিমবঙ্গ, ত্রিপুর মেঘালয়, মিজোরাম এবং আসম। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম।

316. NCTB এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক) National Cricketers Training Board
খ) National Curriculum and Text Book Board
গ) National Curriculum and Training Board
ঘ) National Communication and Training Board

317. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' এর গ্রন্থস্বত্ব কার?

ক) বাংলাদেশ আওয়ামী লীগ
খ) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা
গ) সি আর আই
ঘ) বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট
Note : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক — মহিউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর আত্মজীবনী' গ্রন্থের গ্রন্থস্বত্ব — বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাস্টের।

318. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?

ক) ফিনল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) পোল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
Note : স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে পাঁচটি - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে (মনে রাখার কৌশল আসুডেফিন)।

319. ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম কি?

ক) আইএসআই
খ) মোসাদ
গ) কেজিবি
ঘ) .

320. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে ?

ক) ৪ (চার) টি
খ) ৫ (পাঁচ) টি
গ) ৭ (সাত) টি
ঘ) ৬ (ছয়) টি

321. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?

ক) মহাভারত
খ) রামায়ণ
গ) গীতা
ঘ) বেদ
Note : ১৮ তম শিক্ষক নিবন্ধন অনলাইন এক্সাম ব্যাচ শুরু হবে 5 তারিখ থেকে। কোর্স ফি- 149 টাকা মাত্র।

322. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল?

ক) আসামের বরাক নদী
খ) মানস সরোবর
গ) আরাকান পাহাড়
ঘ) লুসাই পাহাড়

323. বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা নামকরণ করেছেন কে ?

ক) শেখ রেহানা
খ) শেখ হাসিনা
গ) খন্দকার আশরাফ হোসেন
ঘ) বঙ্গবন্ধু নিজেই
Note : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী 'গ্রন্থটি ১৯৬৬ - ৬৯ সালে লেখা হয়। চারটি খাতায় লিখে রাখা সেই খণ্ডিত জীবন নিয়েই ১৮ জুন ২০১২ গ্রন্থটি প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক — মহিউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর আত্মজীবনী' গ্রন্থের গ্রন্থস্বত্ব — বঙ্গবন্ধু মেমােরিয়াল ট্রাস্টের। নামকরণ করেছেন শেখ রেহানা ।

324. সূর্যের হাসি" কিসের প্রতীক?

ক) রেড ক্রিসেন্টের
খ) পল্লীমঙ্গল সমিতি
গ) হলি ফ্যামিলি হাসপাতাল
ঘ) মা ও শিশু স্বাস্থ্যের
Note : মা ও শিশু স্বাস্থ্য তথা পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক হচ্ছে 'সূর্যের হাসি'। স্বাস্থ্য পরিচর্যা সেবার প্রতীক হলো 'সবুজ ছাতা'। 'রংধনু' স্বাস্থ্য সেবার প্রতীক।

326. a - {a - (a + 1)} = ?

ক) a - 1
খ) 1
গ) a
ঘ) a + 1

330. পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?

ক) ২৫ এবং ২৬
খ) ২৬ এবং ২৭
গ) ২৭ এবং ২৮
ঘ) ২৮ এবং ২৯

334. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

ক) 0.64
খ) 0.064
গ) 0.00064
ঘ) 6.4

340. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

ক) এ এন সাহা
খ) কামরুল হাসান
গ) রফিকুন্নবি
ঘ) জয়নুল আবেদিন
Note : বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার এ এন সাহা। জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। জয়নুল আবেদিন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী।

341.

‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?

ক) কাশ্মীর
খ) ভুটান
গ) কাঠমন্ডু
ঘ) হিমাচল
Note :

ভারত ও পাকিস্তানের নিকট এ স্থানটি সামরিক কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
এটি কারাকোরাম পর্বতের ৫, ২৪২ মিটার উঁচুতে অবস্থিত।
সঠিক উত্তর সিয়াচেন হিমবাহ কাশ্মিরে অবস্থিত।
সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্ব দিকে অবস্থিত। এটি বর্তমানে ভারত-পাকিস্তান উভয় দেশ কর্তৃক নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত। সিয়াচেন হিমবাহের অধিকাংশ ভারত নিয়ন্ত্রিত। সিয়াচেন হিমবাহ পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত।
 

342. বেক্সিট কার্যকর হয় কত তারিখে?

ক) ১ ডিসেম্বর ২০১৯
খ) ১ জানুয়ারি ২০২০
গ) ১ ফেব্রুয়ারি ২০২০
ঘ) ১ মার্চ ২০২০
Note : যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার মধ্য দিয়ে বেক্সিট কার্যকর হয়। যুক্তরায্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি। তাই এর পরদিন অর্থাৎ ১ফেব্রুয়ারি, ২০২০ বেক্সিট কার্যকর হয়।

343. ২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-

ক) প্যারাসাইট
খ) নোম্যাডল্যান্ড
গ) মিনারি
ঘ) ম্যারেজ স্টোরি

344. দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি?

ক) থাইরক্সিন
খ) প্রোল্যাকটিন
গ) এড্রিনালিন
ঘ) সোমোটোট্রফিক

345. কোন শহরটি "বিগ অ্যাপেল" নামে পরিচিত?

ক) লন্ডন
খ) প্যারিস
গ) সিঙ্গাপুর
ঘ) নিউইয়র্ক
Note : শান্তির শহর বলা হয় ইতালির রোমকে। 'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।

346. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

ক) ASEAN
খ) SAFTA
গ) EU
ঘ) WTO
Note : বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈিতক জোট হলো ইউরোপিয় ইউনিয়ন, আর বানিজ্যিক জোট হলো ডব্লিউটিও। WTO এর পূর্বসূরী হলো গ্যাট। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

347. দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?

ক) সন্দ্বীপ
খ) মাতারবাড়ী
গ) মনপুরা
ঘ) সোনাদিয়া
Note : দেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শুরুতে পরিকল্পনায় ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ। এরপর আসে পটুয়াখালীর পায়রা। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হলো, সোনাদিয়া বা পায়রায় নয়, কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়ীতেই হবে গভীর সমুদ্রবন্দর।

348.

ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?

ক) রাশিয়া
খ) ডেনমার্ক
গ) সুইডেন
ঘ) ইংল্যান্ড
Note :

রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে ফিনল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।সুইডেনের উপনিবেশ হলো নরওয়ে। ডেনমার্কের কাছ থেকে আইসল্যান্ড স্বাধীনতা লাভ করে। ক্যারাবিয়ান দেশগুলো ব্রিটেনের উপনিবেশ ছিল, তবে হাইতি ছিল ফ্রান্সের উপনিবেশ। ইউরোপে ব্রিটেনের একমাত্র উপনিবেশ ছিল মাল্টা।

349. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?

ক) বাস টপোলজি
খ) রিং টপোলজি
গ) স্টার টপোলজি
ঘ) ট্রি টপোলজি
Note : স্টার টপোলজিকে কেন্দ্র Hub বা Repeater যুক্ত থাকে। এক্ষেত্রে কম্পিউটারগুলো Hub এর সাথে যুক্ত থাকে। এগুলো Hub থেকে তথ্য পায়।

350.

প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -

ক) রাজশাহী
খ) দিনাজপুর
গ) খুলনা
ঘ) চট্টগ্রাম
Note :

গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore