বিষয়ঃ সাধারণ জ্ঞান
1.
বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?
3.
সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
প্রকৃতপক্ষে, যে কোনও ক্ষেত্রেই, গাছপালা সমস্ত আগত সূর্যালোক ব্যবহার করে না (শ্বসন, প্রতিফলন, আলোক বাধা এবং আলোক স্যাচুরেশনের কারণে) এবং সমস্ত সংগ্রহ করা শক্তিকে বায়োমাসে রূপান্তরিত করে না, যা 3%-6 % এর সাধারণ সালোকসংশ্লেষণ দক্ষতা নিয়ে আসে। % মোট সৌর বিকিরণ উপর ভিত্তি করে
4.
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য।
বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম ১৮ এপ্রিল ১৯৭২ যে সংগঠনের সদস্য লাভ করে সেটি হলো কমনওয়েলথ ( ৩২ তম দেশ হিসেবে)
8. স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিলো?
15.
বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
বাঙালি জাতির ইতিহাসকে আদি বা প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগে ভাগ করা যায়। আগে এদেশের সভ্যতাকে অনেকেই অর্বাচিন বলে মনে করলেও বঙ্গদেশে চার হাজারেরো বেশি প্রাচীন তাম্রাশ্ম (chalcolithik) যুগের সভ্যতার নির্দশন পাওয়া গেছে যেখানে দ্রাবিড়, তিব্বতী-বর্মী ও অস্ট্রো-এশীয় নরসম্প্রদায়ের বাস ছিল বলে ধারণা করা হচ্ছে। বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক বুৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবিড় ভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে যারা এই অঞ্চলে আনুমানিক ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে বসবাস করত। আর এই দ্রাবিড় জনগোষ্ঠীকেই বাংলাদেশের প্রাচীন জাতি বলা হয়।
16.
গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?
দক্ষিণের জেলাশহর খুলনায় গড়ে উঠেছে ’১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। এটি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর ও আর্কাইভ। গণহত্যার স্মৃতি সংরক্ষণ এবং বাংলাদেশ ও বিশ্বের কাছে আমাদের গণহত্যাকে ছড়িয়ে দিতে গণহত্যা জাদুঘর যেসব কার্যক্রম চালাচ্ছে।
21. সম্প্রতি কোন দেশের একজন রোগীকে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট এ চিকিৎসা প্রদান করে সুস্থ করা হয় ?
24. বর্তমানে বাংলাদেশে কোন ক্যান্সারের প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে?
25. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে?
37. বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক
38. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত।
39. বাংলা সাহত্যে আধুনিক গীতি কবিতার স্রষ্টা:
40. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন?
41. মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
42. বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?
43. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
46. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
47. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
48. মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়েছিল?
49. মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
50. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?