বিষয়ঃ সাধারণ জ্ঞান

2.

সাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

ক) হামিদুজ্জামান
খ) নিতুন কুণ্ডু
গ) মৃণাল হক
ঘ) শামিম আতা

3.

সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –

ক) ০%
খ) ১০-১৫%
গ) ৩-৬%
ঘ) ১০০%
Note :

প্রকৃতপক্ষে, যে কোনও ক্ষেত্রেই, গাছপালা সমস্ত আগত সূর্যালোক ব্যবহার করে না (শ্বসন, প্রতিফলন, আলোক বাধা এবং আলোক স্যাচুরেশনের কারণে) এবং সমস্ত সংগ্রহ করা শক্তিকে বায়োমাসে রূপান্তরিত করে না, যা 3%-6 %  এর সাধারণ সালোকসংশ্লেষণ দক্ষতা নিয়ে আসে। % মোট সৌর বিকিরণ উপর ভিত্তি করে

4.

বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?

ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৫ সালে
Note :

বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য।

বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম ১৮ এপ্রিল ১৯৭২ যে সংগঠনের সদস্য লাভ করে সেটি হলো কমনওয়েলথ ( ৩২ তম দেশ হিসেবে)

6. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

ক) জনগণ
খ) জাতীয় সংসদ
গ) সুপ্রীম কোর্ট
ঘ) সংসদ সদস্য

8. স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিলো?

ক) সোনা মসজিদ
খ) শহীদ মিনার
গ) লালবাগের কেল্লা
ঘ) জাতীয় স্মৃতিসৌধ

11. চীনের মুদ্রার নাম কি?

ক) ইয়েন
খ) ইউয়ান
গ) রিয়াল
ঘ) জেনমেনপি

13. নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে?

ক) ১৯০১ সালে
খ) ১৯১০ সালে
গ) ১৯০৩ সালে
ঘ) ১৯০৫ সালে

14. আধুনিক অলিম্পিকের জনক কে?

ক) বেডেন পাওয়েল
খ) প্যারেজ দ্যা কুইলার
গ) ব্যারন পিয়ারে
ঘ) কুবার্তা

15.

বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?

ক) আর্য
খ) মোঙ্গল
গ) পুন্ড্র
ঘ) দ্রাবিড়
Note :

বাঙালি জাতির ইতিহাসকে আদি বা প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগে ভাগ করা যায়। আগে এদেশের সভ্যতাকে অনেকেই অর্বাচিন বলে মনে করলেও বঙ্গদেশে চার হাজারেরো বেশি প্রাচীন তাম্রাশ্ম (chalcolithik) যুগের সভ্যতার নির্দশন পাওয়া গেছে যেখানে দ্রাবিড়, তিব্বতী-বর্মী ও অস্ট্রো-এশীয় নরসম্প্রদায়ের বাস ছিল বলে ধারণা করা হচ্ছে। বঙ্গ বা বাংলা শব্দটির সঠিক বুৎপত্তি জানা নেই তবে অনেকে মনে করেন এই নামটি এসে থাকতে পারে দ্রাবিড় ভাষী বং নামক একটি গোষ্ঠী থেকে যারা এই অঞ্চলে আনুমানিক ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে বসবাস করত। আর এই দ্রাবিড় জনগোষ্ঠীকেই বাংলাদেশের প্রাচীন জাতি বলা হয়।

16.

গণহত্যা যাদুঘর' কোথায় অবস্থিত?

ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) কুমিল্লা
ঘ) খুলনা
Note :

দক্ষিণের জেলাশহর খুলনায় গড়ে উঠেছে ’১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। এটি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর ও আর্কাইভ। গণহত্যার স্মৃতি সংরক্ষণ এবং বাংলাদেশ ও বিশ্বের কাছে আমাদের গণহত্যাকে ছড়িয়ে দিতে গণহত্যা জাদুঘর যেসব কার্যক্রম চালাচ্ছে।

17. E-mail আবিষ্কৃত হয় কত সালে?

ক) 1970
খ) 1971
গ) 1973
ঘ) 1974

18. মোবাইল ফোনে কোন প্রজন্ম হতে MIMS চালু হয় ?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ

19. গর্ভকালীন বিপদচিহ্ন নয় কোনটি?

ক) বিলম্বিত প্রসব
খ) মাথাঘোরা
গ) জ্বর
ঘ) রক্তস্রাব

20. কোনটি অধিক ভারী?

ক) ১ কেজি লোহা
খ) ১ কেজি তুলা
গ) কোনটিই নয়
ঘ) উভয় সমান

22. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?

ক) পাবনা
খ) গাইবান্ধা
গ) নাটোর
ঘ) কুড়িগ্রাম

25. শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কবে?

ক) ২১ ফেব্রুয়ারী ১৯৬৯
খ) ২২ ফেব্রুয়ারী ১৯৬৯
গ) ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯
ঘ) ২৪ ফেব্রুয়ারী ১৯৬৯

29. মুক্তিযোদ্ধা দিবস কবে

ক) ১ ডিসেম্বর
খ) ২ ডিসেম্বর
গ) ৩ ডিসেম্বর
ঘ) ৪ ডিসেম্বর

33. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয়-

ক) ১৯৭১ সালে
খ) ১৯৬২ সালে
গ) ১৮৬২ সালে
ঘ) ১৮৭১ সালে

37. বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক

ক) সেলিম আল দীন
খ) নাসির উদ্দিন ইউসুফ
গ) মামুনুর রশীদ
ঘ) নির্মলেন্দু গুণ
Note : problem

38. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত।

ক) রাজশাহী
খ) চাঁপাই নবাবগঞ্জ
গ) নওগাঁ
ঘ) কোনটিই নয়

39. বাংলা সাহত্যে আধুনিক গীতি কবিতার স্রষ্টা:

ক) গিরিশচন্দ্র সেন
খ) বিহারীলাল চক্রবর্তী
গ) আবুল ফজল
ঘ) আবুল মনসুর আহমদ

40. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গল্পটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন?

ক) গীতাঞ্জলি
খ) শেষের কবিতা
গ) বসন্ত
ঘ) কোনটিই নয়

41. মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

ক) দেনা-পাওনা
খ) পোস্ট মাস্টার
গ) হৈমন্তি
ঘ) সমাপ্তি

42. বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?

ক) কাজী কাদের নেওয়াজ
খ) আব্দুল কাদির
গ) সুধীন্দ্রনাথ দত্ত
ঘ) কাজী নজরুল ইসলাম

43. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) কালো বরফ
খ) আরেক ফালগুন
গ) অগ্নিসাক্ষী
ঘ) রাইফেল রোটি আওরাত

44. কোন বিভাগে জেলার সংখ্যা কম?

ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রাজশাহী
ঘ) খুলনা

45. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?

ক) খুলনা
খ) চট্টগ্রাম
গ) রাজশাহী
ঘ) ঢাকা

46. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক) চরম পাঠ
খ) চরমপত্র
গ) সংবাদ
ঘ) বজ্রকণ্ঠ

47. অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?

ক) আবুল মনসুর আহমেদ
খ) তাজউদ্দিন আহমদ
গ) শেখ মুজিবুর রহমান
ঘ) আহসান হাবীব

50. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৯১৯ সালে
খ) ১৯২০ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৪১ সালে

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore