বিষয়ঃ বাংলা

1. কোন বানানটি শুদ্ধ?

ক) পাষাণ
খ) পাষান
গ) পাসান
ঘ) পাশান

2.

হৃদ্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

ক) ঘৃণা
খ) অহৃদ্য
গ) অবহেলা
ঘ) বিরক্ত

3.

কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ক) আভাস
খ) গরমিল
গ) অজানা
ঘ) বেমালুম

4.

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- এটি কার উক্তি?

ক) চণ্ডীদাস
খ) স্বামী বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী নজরুল ইসলাম
Note :

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।

5.

বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) শ্রীত
খ) সুন্দর
গ) শ্রী
ঘ) কৃশ
Note :

'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন, লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।

6.

প্রাতরাশ' এর সন্ধি ----

ক) প্রাত + রাশ
খ) প্রাতঃ + রাশ
গ) প্রাতঃ + আশ
ঘ) প্রাত + আশ

7.

বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ কোনটি?

ক) যামিনী
খ) দামিনী
গ) ভামিনী
ঘ) কাদম্বিনী
Note :

বিদ্যূৎ শব্দের সমার্থক হলো - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি

8.

বিদ্যুৎ'-এর সমার্থক শব্দ-

ক) অনিল
খ) চপলা
গ) কান্তার
ঘ) শঙ্কা
Note :

বিদ্যূৎ শব্দের সমার্থক হলো - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি

9.

গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?

ক) নিবাস
খ) ঘরোয়া
গ) ঘর
ঘ) ভবন

10.

পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?

ক) পার হয়ে
খ) পার হইয়ে
গ) পারি হয়ে
ঘ) পেরিয়ে
Note :

সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন:

সাধুরীতি - চলিত রীতি

তাহাকে(সর্বনাম) - তাকে

পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে

11.

বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) রামসুন্দর ত্রিবেদী
Note :

বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব প্রমথ চৌধুরী । তার ' তেল - নুন - লকড়ি (১৯০৬) , 'বীরবলের হালখাতা' (১৯১৬), 'নানাকথা' (১৯১৯) , 'আমাদের শিক্ষা' (১৯২০)' 'রায়তের কথা' (১৯২৬) , 'নানচর্চা' (১৯৩২), 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড - ১৯৫২ ও ২য় খণ্ড - ১৯৫৩) ইত্যাদি গদ্যগ্রন্থ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ । কবিতা ও ছোটগল্পের রচিয়তা হিসেবে ও তিনি খ্যাত। 'সনেট পঞ্চাশৎ '(১৯১৩) ও ' পদচারণ' (১৯১৯) তার কাব্যগ্রন্থ। 'চার ইয়ারী কথা' (১৯১৬) আহুতি (১৯১৯) ,'নীল লোহিত ' ও 'গল্প সংগ্রহ ' (১৯৪১) তার গল্পগ্রন্থ।

12.

লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?

ক) সাধু ও চলিত
খ) সাধু ও আঞ্চলিক
গ) লেখ্য ও আঞ্চলিক
ঘ) আঞ্চলিক ও সর্বজনীন
Note :

বাংলা ভাষার প্রধান রুপ দুটি মৌখিক ও লৈখিক।

বাংলা ভাষা প্রধান বা মৌলিক রূপ দুইটি । যথা - লৈখিক রূপ এবং মৌখিক । লেখার রীতি ভাষার মৌলিক রীতি। বাংলা চাষার প্রকারভেদ বা রীতিভেদ নিচের চিত্রের মাধ্যমে দেখানো যায় - লৈখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) সাধু, ২) চলিত ;

মৌখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) চলিত ২) আঞ্চলিক ( উপভাষা )

13.

সঠিক বানান কোনটি?

ক) মুমুর্ষু
খ) মুমুর্ষ
গ) মুমুর্ষূ
ঘ) মুমূর্ষু

14.

‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) নিচয়
খ) শর্বরী
গ) অভ্র
ঘ) জলধি
Note :

নীরদ অর্থ মেঘ,

মার্তন্ড অর্থ সূর্য,

অবনী অর্থ পৃথিবী, 

সমুদ্র অর্থ সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

15. উচু উচু ভাব' কি বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?

ক) আধিক্য বোঝাতে
খ) সামান্যতা বোঝাতে
গ) অনুভূতি বোঝাতে
ঘ) সঠিকতা বোঝাতে

16. কোন বানানটি সঠিক?

ক) অগ্নিসাৎ
খ) ধুলিস্যাৎ
গ) পাষান
ঘ) কৃপন

17. কোন বানানটি সঠিক?

ক) শত+এক = শতেক
খ) মিথ্যা+উক = মিথ্যুক
গ) নর+অধম = নরাধম
ঘ) যথা + অথ =যথার্থ

19. ধর্ম> ধরম হওয়ার সন্ধি সূত্র

ক) স্বরসঙ্গতি
খ) স্বরভক্তি
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি

20. দুহিল দুধু কি বেন্টে সামায়' পঙক্তির রচয়িতা কে?

ক) ভুসুকুপা
খ) ঢেগুণ পা
গ) লুইকুপা
ঘ) দরকুপা

21. শুনি নাই, রাখিনি সন্ধান' কবি সন্ধান রাখেন নি-

ক) সুখের
খ) যৌবনের
গ) বসন্তের
ঘ) দুঃখের

22. রঙিলা নায়ের মাঝি' গানের সংকলনটির লেখক কে ?

ক) জসীম উদ্দীন
খ) শামসুর রাহমান
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আল মাহসুদ

23. Tenancy' শব্দের বাংলা পরিভাষা -

ক) প্রজাসস্ত্ব
খ) বাড়ির মালিক
গ) তাঁবু টানানো
ঘ) স্বাধীনতা

24. রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি?

ক) হাত আসা-অভ্যস্ত হওয়া
খ) গায়ে সওয়া- অভ্যস্ত হওয়া
গ) গা লাগা- মনোযোগ দেয়া
ঘ) পায়ে পড়া - খোশামুদে
Note : problem

25. কোনটি সঠিক নয়?

ক) √শুচ্‌ + ঘঞ =শোক
খ) √বৃধ্‌ + মান = বর্ধমান
গ) √জাগৃ +উক = জাগরূক
ঘ) √খা+জ = খ্যাত

26. বৃদ্ধি হয়েছে কোন কৃদন্ত পদে?

ক) নেওয়া
খ) কার্য
গ) কর্তা
ঘ) চেনা
Note : problem

27. ফারসি ধর্ম সংক্রান্ত শব্দ কোনটি?

ক) তওবা
খ) আদালত
গ) হজ্জ
ঘ) নামাজ

28. অসম্ভব ঘটনা অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক) ব্যাঙের সর্দি
খ) ব্যাঙের আধুলি
গ) বাঘের চোক
ঘ) ভূষণ্ডির কাক

29. আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) সংকর সংকীর্তন
খ) পদ্মা মেঘনা যমুনা
গ) ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ) চৌর সন্ধি

30. দিবা রাত্রির কাব্য- উপন্যাসটি'র লেখক

ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
খ) সমরেশ মজুমদার
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) বুদ্ধদেব বসু

32. নিত্য সমাসের উদাহরণ কোনটি?

ক) অনুতাপ
খ) পরোক্ষ
গ) দর্শনমাত্র
ঘ) হাতাহাতি

33. মধ্যপদলোপী কর্মধারয় কোনটি ?

ক) মনমাঝি
খ) সিংহপুরষ
গ) তুষারশুভ্র
ঘ) সাহিত্যসভা

34. কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়?

ক) জন
খ) ঢাকী
গ) গুরু
ঘ) শিশু

35. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

ক) মনীষা
খ) সংস্কার
গ) দুস্থ
ঘ) শঙ্কা

36. উষ্মধ্বনি কোনটি?

ক) হ
খ) ক
গ) ছ
ঘ) ষ

37. পর্তুগীজ শব্দ নয় কোনটি?

ক) আনারস
খ) আলপিন
গ) কার্তুজ
ঘ) গির্জা

38. রূপসী বাংলা' কার লেখা কাব্যগ্রন্থ?

ক) জসীমউদ্‌দীন মাইকেল
খ) মধুসূদন দত্ত
গ) জীবনানন্দ দাশ
ঘ) শওকত ওসমান

39. সাম্যবাদী' কাব্যগ্রন্থের লেখক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) আহসান হাবীব
ঘ) সুকান্ত ভট্টাচার্য

40. রক্তোষ্ঠ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) রক্ত+উষ্ঠ
খ) রক্ত+ওষ্ঠ
গ) র+ওষ্ঠ
ঘ) কোনটিই নয়

41. ঘোড়ার কামড়' বাগধারাটির অর্থ কোনটি? ভীষণ

ক) ব্যাথা
খ) অসম্ভব
গ) দৃঢ়পণ
ঘ) কোনটিই নয়

42. কপোল ভাসিয়া গেল নয়নের জলে।' বাক্যে 'কপোল' কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী
খ) কর্তায় শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) অপাদানে সপ্তমী

43. অনুরক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) আসক্ত
খ) অনুরাগ
গ) বিরক্ত
ঘ) সবগুলোই

44. ইতি' এর সমার্থক শব্দ কোনটি?

ক) যবনিকা
খ) সমাপ্তি
গ) সাঙ্গ
ঘ) সবগুলো সঠিক

45. দাদাভাই' কার ছদ্মনাম?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) হরিনাথ মজুমদার
গ) সোমেন চন্দ
ঘ) রোকনুজ্জামান খান

46. কাচের তৈরি বাড়ি'- কে এক কথায় কী বলে?

ক) প্রাসাদ
খ) অট্টালিকা
গ) শিশমহল
ঘ) কাচারি

47. কোনটি শুদ্ধ বানান?

ক) অন্তর্জ্বালা
খ) অন্তর্জালা
গ) অন্তরজালা
ঘ) অন্তঃজালা

48.

বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-

ক) মোহাম্মদ বরকতুল্লাহ
খ) জি. সি. দেব
গ) আরজ আলী মাতুব্বর
ঘ) আব্দুল মতীন
Note :

আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন ৷

তবে জর্জ সিরিজের বই অনুসারে (পৃষ্ঠা -০৪) নব নৈতিকতার জনক বাঙ্গালী দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব বা জি.স.দেব। 

49. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?

ক) কমলাকান্ত
খ) লোকরহস্য
গ) মুচিরাম গুড়ের জীবনচরিত
ঘ) যুগলাঙ্গুরীয়

50. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-

ক) দ্বারকানাথ ঠাকুর
খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
গ) রথীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্রমথ চৌধুরী

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore