বিষয়ঃ বাংলা

251. একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে?

ক) সুবীর সাহা
খ) সুধীন দাস
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন

253. “তোমাকেই ঢাকা যেতে হবে” কোন ধরণের বাচ্য?

ক) কর্তৃবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্তা

254. বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা ?

ক) উড়িষ্যা
খ) তামিল
গ) নাগপুর
ঘ) মিজোরাম

255. নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

ক) ধ্বনিতত্ত্ব
খ) ভাষাতত্ত্ব
গ) রূপতত্ত্ব
ঘ) বাক্যতত্ব

256. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) শব্দতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে

258. অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কী বলে?

ক) ধ্বনি
খ) যতি
গ) মাত্রা
ঘ) ছেদ

259. নিচের কোনটি "সৃষ্টি" এর প্রকৃতি ও প্রত্যয়?

ক) সৃষ্‌+টি
খ) সুশ্‌+তি
গ) সৃজ্‌+তি
ঘ) সু+ষ্টি

260. 'দ্বীপ' এর ব্যাসবাক্য?

ক) চারদিকে জল যার
খ) দুদিকে আবদ্ধ জল যার
গ) দুদিকে অপ যার
ঘ) দ্বীপের মত

261. "গোষ্পদ" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) গোঃ+পদ
খ) গো+পদ
গ) গৌ+পদ
ঘ) গৈ+পদ
Note : গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ হল গো + পদ।

262. "সন্দেশ" কোন শ্রেণির শব্দ?

ক) যৌগিক
খ) রুঢি
গ) দেশি
ঘ) যোগরুঢ়

263. "এ যে আমাদের চেনা লোক" বাক্যে 'চেনা' কোন পদ?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) অব্যয়
ঘ) ক্রিয়া

264. "কারক" পড়ায় তারক ঠাকুর। দাগাঙ্কিত শব্দটি কোন কারক?

ক) কর্ম
খ) সম্প্রদান
গ) কর্তা
ঘ) করণ
Note : কারক পড়ায় তারক ঠাকুর। এখানে 'কারক' কর্ম কারক।

265. "বল বীর বল উন্নত মম শির।"- বাক্যটি কী?

ক) ইচ্ছাসূচক
খ) প্রশ্নসূচক
গ) আদেশসূচক
ঘ) বিস্ময়সূচক

266. কোনটি শুদ্ধ বাক্য?

ক) কুলাটা নারীকে বর্জন কর
খ) কুলটা নারীকে বর্জন কর
গ) কুলাটা নারীকে বর্জন কর
ঘ) কূলটা নারীকে বর্জন কর

267. অশুদ্ধ বানান কোনটি?

ক) মনোমোহন
খ) স্নেহাশিস
গ) নিক্কণ
ঘ) হীনম্মন্যতা

268. "গাছ পাথর" বাগধারাটির অর্থ কি?

ক) বাড়াবাড়ি করা
খ) ভূমিকা করা
গ) হিসাব নিকাশ
ঘ) অসম্ভব বস্তু
Note : গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ

269. "নবীবংশ" কোন কবির রচনা?

ক) শাহ মুহাম্মদ সগীর
খ) সৈয়দ সুলতান
গ) মুহাম্মদ খান
ঘ) শেখ পরান

270. "আঠারো বছর বয়স" কবিতাটি কোন ছন্দে রচিত?

ক) মাত্রাবৃত্ত
খ) অক্ষরবৃত্ত
গ) মিশ্র কলাবৃত্ত
ঘ) অমিত্রাক্ষর

271. 'মধ্যস্বরাগম' এর সমার্থক কোনটি?

ক) স্বরসঙ্গতি
খ) অভিশ্রুতি
গ) সম্প্রকর্ষ
ঘ) বিপ্রকর্ষ

272.

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?

ক) অক্ষয় দত্ত
খ) মার্শম্যান
গ) ব্রাসি হ্যালহেড
ঘ) রাজা রামমোহন রায়
Note :

১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।

273.

ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -

ক) বিশেষভাবে বিশ্লেষণযোগ্য
খ) বিশেষভাবে গ্রহণযোগ্য
গ) বিশেষভাবে বিশ্লেষণ
ঘ) বিশেষভাবে পঠনযোগ্য
Note :

'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।

ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি ভাঙলে পাওয়া যায় - বি + আ + কৃ + অন = ব্যাকরণ।

যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

274.

সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?

ক) বিশেষণ ও ক্রিয়া
খ) বিশেষ্য ও বিশেষণ
গ) বিশেষ্য ও সর্বনাম
ঘ) ক্রিয়া ও সর্বনাম
Note :

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। যেমন - ভাষারীতি : সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল তারা ভাত খাচ্ছিল ।

275.

ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?

ক) মনোএল-দ্য-আসসুম্পসাঁও
খ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
গ) জন বিমস
ঘ) উইলিয়াম কেরি
Note :

প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পাসাঁউ। ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’। ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।

276. 'চিকিৎসাশাস্ত্র' কোন সমাস?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) তৎপুরুষ

277. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

ক) বিসমীভবন
খ) সমীভবন
গ) ব্যঞ্জনদ্বিত্ব
ঘ) ব্যঞ্জন বিকৃতি

278. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী

ক) পণ্ডিত
খ) বিদ্যাসাগর
গ) শাস্ত্রজ্ঞ
ঘ) মহামহোপাধ্যায়

279. বাগযন্ত্রের অংশ কোনটি?

ক) স্বরযন্ত্র
খ) ফুসফুস
গ) দাঁত
ঘ) সবকটি

280. 'বেসাতি' শব্দের প্রকৃত অর্থ কোনটি?

ক) বস্ত্র
খ) আশ্রয়
গ) নির্লজ্জতা
ঘ) কেনাবেচা

281. বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ -

ক) বাক্‌ + আড়ম্বর
খ) বাগ+অম্বর
গ) বাক + অম্বর
ঘ) বাগ্‌+আড়ম্বর

282. কোনটি মৌলিক শব্দ -

ক) গোলাপ
খ) মানব
গ) ধাতব
ঘ) একাঙ্ক

283. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-

ক) ক্ষণিকা
খ) তাসের দেশ
গ) বসন্ত
ঘ) কালের যাত্রা

284. 'কাক নিদ্রা' শব্দটির অর্থ-

ক) কপটনিদ্রা
খ) অগভীর সতর্ক নিদ্রা
গ) কাকের নিদ্রার ন্যায়
ঘ) অনিষ্ট চিন্তা

285. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?

ক) শেখ আজিজুর রহমান
খ) শওকত আলী
গ) আহমেদ আজিজ
ঘ) ওসমান গনী

286. চর্যাপদ কোন ছন্দে লেখা?

ক) স্বরবৃত্ত
খ) নিম্নবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) মাত্রাবৃত্ত

287. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) চাঁদ মুখ যার
খ) চাঁদের মত দেখতে মুখ
গ) চাঁদ রূপ মুখ
ঘ) চাঁদ মুখের ন্যায়
Note : প্রশ্নে চাঁদমুখ বা চন্দ্রমুখ যাই বলুক না কেনো তা উপমিত কর্মধারয় সমাস উত্তর দিতে হবে এবং ব্যাসবাক্য হবে মুখ চাঁদের ন্যায় কিংবা চাদের ন্যায় মুখ। এখানে অপশনের ব্যাসবাক্যে যেহেতু মুখ চাঁদের ন্যায় কিংবা চাদের ন্যায় মুখ নাই তাই চাঁদ রূপ মুখ দিতে হবে, এক্ষেত্রে এটা রূপক কর্মধারয় হয়ে যাবে। এটা জগদীশ ঘোষ স্যারের আধুনিক বাংলা ব্যাকরণ মতে।

288. সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়?

ক) টাঙ্গাইল
খ) পাবনা
গ) ফেনী
ঘ) কুষ্টিয়া

289. 'নন্দিনী' এর নিচের প্রতিশব্দ কোনটি?

ক) মিনাক্ষী
খ) সুন্দরী
গ) ননদিনী
ঘ) তনয়া

290. 'অর্বাচিন' শব্দের বিপরীত শব্দটি-

ক) প্রাচীন
খ) নবীন
গ) অনির্বাচিত
ঘ) বোকা

291. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?

ক) অমীয় চক্রবর্তী
খ) আল মাহমুদ
গ) শামসুর রাহমান
ঘ) আব্দুল মান্নান সৈয়দ
Note : 'আসাদের শার্ট' কবিতার লেখক শামসুর রাহমান । 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্ত। উনসত্তরের গণঅভ্যুত্থানে শহিদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।

292. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) নিশীথিনি
খ) নিশীথীনি
গ) নিশীথিনী
ঘ) নিশিথীনী

293. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস

294. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তৃকারকে প্রথমা
খ) কর্মকারকে প্রথমা
গ) কর্মকারকে সপ্তমী
ঘ) কর্তৃকারকে সপ্তমী

295. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন' -এক কথায় বলে-

ক) সন্ধ্যাকাল
খ) আলোছায়া
গ) সায়াহ্ন
ঘ) গোধূলী

296. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -

ক) ভাব
খ) পদ
গ) বর্ণ
ঘ) ধ্বনি
Note : একটি ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।

297. 'তোমার নাম কী?'—এখানে 'কী' কোন প্রকারের পদ?

ক) প্রশ্নবাচক
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষণ

298. স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর

299. যা চিরস্থায়ী নয় -

ক) অস্থায়ী
খ) ক্ষণিক
গ) ক্ষণস্থায়ী
ঘ) নশ্বর

300. দামিনী শব্দের অর্থ কি?

ক) মেঘ
খ) বিদ্যুৎ
গ) বৃষ্টি
ঘ) ঢেউ
Note : দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনীর আরও কয়েকটি সমার্থক শব্দ - বিজলি, তড়িৎ, চপলা চঞ্চলা, চিকুর, দামিনী, ক্ষণপ্রভা।
রাত্রির সমার্থক শব্দ - রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী।
ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore