বিষয়ঃ বাংলা
251. একুশে ফেব্রুয়ারীর বিখ্যাত গানটির সুরকার কে?
252. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে। সকাল বেলায় সলতে পাকানাে” –বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
256. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
261. "গোষ্পদ" এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
264. "কারক" পড়ায় তারক ঠাকুর। দাগাঙ্কিত শব্দটি কোন কারক?
266. কোনটি শুদ্ধ বাক্য?
268. "গাছ পাথর" বাগধারাটির অর্থ কি?
270. "আঠারো বছর বয়স" কবিতাটি কোন ছন্দে রচিত?
272.
বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন 'গৌড়ীয় ব্যাকরণ ' যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ।
273.
ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ হচ্ছে -
'ব্যাকরণ ' শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। শব্দটি ভাঙলে পাওয়া যায় - বি + আ + কৃ + অন = ব্যাকরণ।
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
274.
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদে বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রুপ লাভ করে। যেমন - ভাষারীতি : সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল তারা ভাত খাচ্ছিল ।
275.
ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে ?
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পাসাঁউ। ১৭৭৮ সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। বইটির নাম ‘এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ’। ১৮০১ সালে উইলিয়াম কেরি এবং ১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। ১৮৩৩ সালে প্রকাশিত রামমোহন রায়ের ‘গৌড়ীয় ব্যাকরণ’ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
283. কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা-
284. 'কাক নিদ্রা' শব্দটির অর্থ-
285. সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
287. চাঁদমুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি?
291. 'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
294. জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়- চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি?
296. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -
300. দামিনী শব্দের অর্থ কি?
রাত্রির সমার্থক শব্দ - রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী।
ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।