বিষয়ঃ বাংলা
4.
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- এটি কার উক্তি?
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।
5.
বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?
'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন, লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।
7.
বিদ্যুৎ’ এর সমার্থক শব্দ কোনটি?
বিদ্যূৎ শব্দের সমার্থক হলো - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি
8.
বিদ্যুৎ'-এর সমার্থক শব্দ-
বিদ্যূৎ শব্দের সমার্থক হলো - শম্পা, বিজলি, চপলা, তড়িৎ, চঞ্চলা, অশনি, অনুভা, ক্ষণপ্রভা, অনুপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি
10.
পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?
সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন:
সাধুরীতি - চলিত রীতি
তাহাকে(সর্বনাম) - তাকে
পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে
11.
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রুপাত্মক প্রাবন্ধিক হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব প্রমথ চৌধুরী । তার ' তেল - নুন - লকড়ি (১৯০৬) , 'বীরবলের হালখাতা' (১৯১৬), 'নানাকথা' (১৯১৯) , 'আমাদের শিক্ষা' (১৯২০)' 'রায়তের কথা' (১৯২৬) , 'নানচর্চা' (১৯৩২), 'প্রবন্ধ সংগ্রহ' (১ম খণ্ড - ১৯৫২ ও ২য় খণ্ড - ১৯৫৩) ইত্যাদি গদ্যগ্রন্থ বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ । কবিতা ও ছোটগল্পের রচিয়তা হিসেবে ও তিনি খ্যাত। 'সনেট পঞ্চাশৎ '(১৯১৩) ও ' পদচারণ' (১৯১৯) তার কাব্যগ্রন্থ। 'চার ইয়ারী কথা' (১৯১৬) আহুতি (১৯১৯) ,'নীল লোহিত ' ও 'গল্প সংগ্রহ ' (১৯৪১) তার গল্পগ্রন্থ।
12.
লেখ্য ভাষার দুটি রূপের নাম কি ?
বাংলা ভাষার প্রধান রুপ দুটি মৌখিক ও লৈখিক।
বাংলা ভাষা প্রধান বা মৌলিক রূপ দুইটি । যথা - লৈখিক রূপ এবং মৌখিক । লেখার রীতি ভাষার মৌলিক রীতি। বাংলা চাষার প্রকারভেদ বা রীতিভেদ নিচের চিত্রের মাধ্যমে দেখানো যায় - লৈখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) সাধু, ২) চলিত ;
মৌখিক রূপ কে দুইভাগে ভাগ করা হয়েছে । ১) চলিত ২) আঞ্চলিক ( উপভাষা )
14.
‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ কোনটি?
নীরদ অর্থ মেঘ,
মার্তন্ড অর্থ সূর্য,
অবনী অর্থ পৃথিবী,
সমুদ্র অর্থ সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।
15. উচু উচু ভাব' কি বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে?
22. রঙিলা নায়ের মাঝি' গানের সংকলনটির লেখক কে ?
24. রীতিসিদ্ধ প্রয়োগ নয় কোনটি?
25. কোনটি সঠিক নয়?
28. অসম্ভব ঘটনা অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
29. আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
30. দিবা রাত্রির কাব্য- উপন্যাসটি'র লেখক
38. রূপসী বাংলা' কার লেখা কাব্যগ্রন্থ?
39. সাম্যবাদী' কাব্যগ্রন্থের লেখক কে?
42. কপোল ভাসিয়া গেল নয়নের জলে।' বাক্যে 'কপোল' কোন কারকে কোন বিভক্তি?
48.
বাংলাদেশের 'নব্য-নৈতিকতার' প্রবর্তক হলেন-
আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর বাংলাদেশের সমাজে জেঁকে বসা ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারের ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারাঘাত করে, তার স্হলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে সত্য আবিষ্কার করে সত্য , ন্যায় ও বিজ্ঞানের যথাযথ নীতি পদ্ধতিভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন ৷
তবে জর্জ সিরিজের বই অনুসারে (পৃষ্ঠা -০৪) নব নৈতিকতার জনক বাঙ্গালী দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব বা জি.স.দেব।
49. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
50. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-