বিষয়ঃ বাংলা

151. ’চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) সোম
খ) ভূষণ
গ) নকশা
ঘ) নভঃ

152. ’গঙ্গা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) গোমতি
খ) কৃষ্ণবেণী
গ) কাবেরী
ঘ) সবগুলো

153. ’খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

ক) মন্দভাগ্য
খ) তুচ্ছ পদার্থ
গ) চাটুকার
ঘ) নির্বোধ

155. বাংলা সাধু ভাষার জনক কে?

ক) হরলাল রায়
খ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

156. মঙ্গলকাব্যের কবি নন কে?

ক) কানাহরি দত্ত
খ) মানিক দত্ত
গ) ভারতচন্দ্র
ঘ) দাশু রায়

157. " তাম্বুল রাতুল হইল অধর পরশে।"-অর্থ কী?

ক) ঠোঁটের পরশে পান লাল হল
খ) পানের পরশে ঠোঁট লাল হল
গ) অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
ঘ) অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল

159. ' পরশ্ব' শব্দটির অর্থ কী?

ক) পরশু
খ) পরের ধন
গ) কোকিল
ঘ) পার্শববর্তী

160. ' জল' শব্দের সমার্থক নয় কোনটি?

ক) সলিল
খ) উদক
গ) জলধি
ঘ) নীর

161. কোন বাক্যটি শুদ্ধ?

ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

162. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) মনীষী
খ) মনিষি
গ) মনীষি
ঘ) মনিষী

163. ‘Invoice' এর বাংলা পারিভাষিক রূপ কোনটি?

ক) চালান
খ) পণ্যাগার
গ) বিনিয়োগ
ঘ) শুল্ক

164. ‘প্রথিত' শব্দের অর্থ কোনটি?

ক) প্রথা অনুসারে
খ) যা প্ৰাৰ্থনা
গ) বিখ্যাত
ঘ) যা পুঁতে রাখা হচ্ছে

165. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য -

ক) বাক্যের গঠন প্রক্রিয়ায়
খ) ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
গ) শব্দের কথ্য ও লেখ্য রূপের ভিন্নতায়
ঘ) ভাষার জটিলতা ও প্রাঞ্জলতায়

166. কোন বানানটি শুদ্ধ?

ক) রূপায়ন
খ) রূপায়ণ
গ) রুপায়ন
ঘ) রুপায়ণ

168. বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ রয়েছে?

ক) ৪৭টি
খ) ৪৮টি
গ) ৪৯টি
ঘ) ৫০টি

169. ”শতাব্দী” কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) অব্যয়ীভাব
ঘ) দ্বিগু

170. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?

ক) ১৯০৯
খ) ১৯১০
গ) ১৯১৪
ঘ) ১৯২১

171. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক) সভাসদ
খ) শুভেচ্ছা
গ) ফলবান
ঘ) তন্বী

172.

সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কি?

ক) নীরদ
খ) উদধি
গ) মার্তন্ড
ঘ) অবনী
Note :

নীরদ অর্থ মেঘ,

মার্তন্ড অর্থ সূর্য,

অবনী অর্থ পৃথিবী, 

সমুদ্র অর্থ সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, তোয়নিধি, বারীশ, বারীন্দ্র।

173. দামিনী শব্দের অর্থ কি?

ক) মেঘ
খ) বিদ্যুৎ
গ) বৃষ্টি
ঘ) ঢেউ
Note : দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনীর আরও কয়েকটি সমার্থক শব্দ - বিজলি, তড়িৎ, চপলা চঞ্চলা, চিকুর, দামিনী, ক্ষণপ্রভা।

রাত্রির সমার্থক শব্দ - রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী।
ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।

174. ‘সূর্য’– এর প্রতিশব্দ-

ক) সধাংশু
খ) শশাঙ্ক
গ) বিধু
ঘ) আদিত্য

175. সমাস ভাষাকে কী করে?

ক) সংক্ষেপ করে
খ) বিস্তৃত করে
গ) ভাষারূপ ক্ষুণ্ণ করে
ঘ) অর্থবোধক করে

176. কোন বানানটি শুদ্ধ?

ক) পাষাণ
খ) পাষান
গ) পাসান
ঘ) পাশান

177. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে ?

ক) পাকা পাকা আম
খ) ছি ছি কী করছে
গ) নরম নরম হাত
ঘ) উড়ু উড়ু মন

178. গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি?

ক) শবপোড়া
খ) মড়াদাহ
গ) শবদাহ
ঘ) শবমড়া

179. সন্ধি বিচ্ছেদ করুন- 'ক্ষুৎপিপাসা'

ক) ক্ষুৎ + পিসাসা
খ) ক্ষুধা + পিপাসা
গ) ক্ষুধ্ + পিপাসা
ঘ) কোনোটিই নয়

180. ‘আগুন পাখি’– উপন্যাসটির রচয়িতা কে?

ক) সুবীর সাহা
খ) হাসান আজিজুল হক
গ) আলতাফ মাহমুদ
ঘ) আলতাফ মামুন

181. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

182. ”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?

ক) সংস্কৃত
খ) হিন্দি
গ) অহমিয়া
ঘ) তুর্কি

184. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

ক) নেকড়ে অরণ্য
খ) বন্দী শিবির থেকে
গ) নিষিদ্ধ লোবান
ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম

185. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

ক) দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

186. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

ক) বেনজির আহমেদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) জীবনানন্দ দাস
ঘ) শামসুর রাহমান

187. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?

ক) আমি ভাত খাচ্ছি
খ) আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ) আমি দুপুরে ভাত খাই
ঘ) তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ

188.

বিবিধ প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি ধরনের রচনা?

ক) গদ্য গ্রন্থ
খ) উপন্যাস
গ) প্রবন্ধ
ঘ) নাটক

189.

কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচতা ?

ক) বিষবৃক্ষ
খ) গৃহদাহ
গ) গোরা
ঘ) নৌকাডুবি

190. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?

ক) করণ কারক
খ) সম্প্রদান কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

191. কোন বানানটি শুদ্ধ?

ক) মনোকষ্ট
খ) মনঃকষ্ট
গ) মণকষ্ট
ঘ) মনকস্ট

192. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

ক) ছেঁড়াতার
খ) কী চাহ হে শঙ্খচিল
গ) বাকী ইতিহাস
ঘ) চাকা

193.

‘পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পরী+ঈক্ষা
খ) পড়ি+ঈক্ষা
গ) পরী+ইক্ষা
ঘ) পরি+ঈক্ষা
Note :

পরি + ঈক্ষা = পরীক্ষা। অতি + ইত = + অতীত । ই + ঈ = ঈ; এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্ৰ, শ্রীশ, ই ঈ পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিলীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।

194. বচন অর্থ কি?

ক) সংখ্যার ধারণা
খ) গণনার ধারণা
গ) ক্রমের ধারণা
ঘ) পরিমাপের ধারণা

196. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে ভাগ করা যায়–

ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে

197. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

ক) প্রথম নাথ বিশী
খ) প্রমথ চৌধুরী
গ) প্রেমেন্দ্র মিত্র
ঘ) প্রথম নাথ বসু

198. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

ক) উৎকর্ষতা
খ) উৎকর্ষ
গ) উৎকৃষ্ট
ঘ) উৎকৃষ্টতা

199. যা চিরস্থায়ী নয়-

ক) নশ্বর
খ) অস্থায়ী
গ) ক্ষণিক
ঘ) ক্ষণস্থায়ী

200. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মীর মোশাররফ হোসেন
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore