বিষয়ঃ বাংলা

201. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়-

ক) পররাত্র
খ) মহানিশা
গ) যামিনী
ঘ) রাত্রিশেষ
Note : রাত্রির শেষ ভাগ - পররাত্র, রাত্রির মধ্য ভাগ - মহানিশা।

202. কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে ?

ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ

203. কোন বানানটি শুদ্ধ?

ক) মুমুর্ষু
খ) মুমূর্ষু
গ) মূমুর্ষু
ঘ) মূমূর্ষু

204.

‘চাঁদের হাট’ অর্থ কী?

ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
Note :

'চাঁদেরহাট' অর্থ আত্মীয় সমাগম।

অন্য অর্থে "আনন্দের প্রাচুর্য " - মুনীর চৌধুরী, বাংলা ভাষার ব্যাকরণ, পৃ. ২০৩।

চাঁদের হাট (আত্মীয় সমাগম।): ছেলেমেয়ে, নাতি - নাতনী নিয়ে প্রিন্সিপ্যাল সাহেবের সংসার চাঁদের হাট।

205. দামিনী শব্দের অর্থ কি?

ক) মেঘ
খ) বিদ্যুৎ
গ) বৃষ্টি
ঘ) ঢেউ
Note : দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। দামিনীর আরও কয়েকটি সমার্থক শব্দ - বিজলি, তড়িৎ, চপলা চঞ্চলা, চিকুর, দামিনী, ক্ষণপ্রভা।

রাত্রির সমার্থক শব্দ - রাত, বিভাবরী, যামিনী, রজনী, নিশা, শর্বরী।
ধরিত্রীর সমার্থক শব্দ - অবনী, ধরা, ধরণী, বসুন্ধরা, ভূ, মেদিনী, বসুধা, ভূবন, মহী, বিশ্ব, জগৎ, মর্ত্যলোক।

206. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) রবি ঠাকুর
গ) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম

207. তুমি এতক্ষণ কী করেছ? – এ বাক্যে ‘কী’ কোন পদ?

ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) ক্রিয়া

208. অক্ষির সমীপে- এর সংক্ষেপণ হল-

ক) সমক্ষ
খ) পরোক্ষ
গ) প্রত্যক্ষ
ঘ) নিরপেক্ষ

209. Ballad কী?

ক) লোকগীতি
খ) লোকগাথা
গ) গীতিকা
ঘ) গাথা

210. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক) বনী আদম
খ) জননী
গ) চৌরসন্ধি
ঘ) ক্রীতদাসেরহাসি

211. সমাস ভাষাকে কী করে?

ক) বিস্তৃত করে
খ) অর্থপূর্ণ করে
গ) অর্থের রূপান্তর করে
ঘ) সংক্ষেপ করে

212. 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-

ক) জন + ইক
খ) জন + এক
গ) জনৈ +এক
ঘ) জন + ঈক

213. তৎসম শব্দের ব্যবহার কোন্ রীতিতে বেশি হয়?

ক) চলতি রীতি
খ) সাধু রীতি
গ) মিশ্র রীতি
ঘ) আঞ্চলিক রীতি

214. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?

ক) ১৩টি
খ) ১২টি
গ) ১১টি
ঘ) ১০টি

216. Quarterly শব্দের অর্থ কী?

ক) সাপ্তাহিক
খ) পাক্ষিক
গ) ষান্মাসিক
ঘ) ত্রৈমাসিক

217. বাংলা গদ্যের জনক কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ) উইলিয়াম কেরী
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

219. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।’ – এটি কোন বাক্য?

ক) সরল
খ) মিশ্র বা জটিল
গ) যৌগিক
ঘ) সংযুক্ত
Note : একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য। জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ।

220. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) কলাপী
খ) নীরধি
গ) বিটপী
ঘ) অবনি
Note : 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ বিটপী'। 'বৃক্ষ' শব্দের আরও কিছু সমার্থক শব্দ - গাছ , তরু, অটবি, পল্লবী, উদ্ভিদ , দ্রুম, পাদপ, বিটপী. মহীরুহ, শাখী।।

221. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) শেখ হাসিনা
গ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ) এ. কে. ফজলুল হক

222. ‘তেল নুন লকড়ি’ কার রচিত গ্রন্থ?

ক) প্রবোধচন্দ্র সেন
খ) প্রমথনাথ বিশি
গ) প্রমথ চৌধুরী
ঘ) প্রদ্যুম্ন মিত্র

223. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

ক) প্রাতিপদিক
খ) অভিশ্রুতি
গ) অপিনিহিতি
ঘ) ধ্বনি-বিপর্যয়

224. কোন বাক্যটি শুদ্ধ?

ক) দৈন্যতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ) দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ) দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ) দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়

225. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

ক) দৌলত কাজী
খ) মাগন ঠাকুর
গ) সাবিরিদ খান
ঘ) আলাওল

226. নিচের কোনটি বিশেষ্য পদ?

ক) জাত
খ) গৈরিক
গ) উদ্ধত
ঘ) গাম্ভীর্য

227. নিচের কোনটি বিশেষণ পদ?

ক) মহত্ত্ব
খ) সতীত্ব
গ) সৎ
ঘ) সৌন্দর্য

228. পান করিবার যোগ্য-

ক) পিপাসা
খ) পেয়
গ) পানীয়
ঘ) খ এবং গ

229. হনন করার ইচ্ছা-

ক) লিন্সা
খ) জিঘাংসা
গ) কতঘ্ন
ঘ) জিতেন্দ্রীয়

230. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-

ক) ইতিহাসবেত্তা
খ) ইতিহাসবিজ্ঞ
গ) ঐতিহাসিক
ঘ) ইতিহাসবিদ

231. নিচের কোনটি ক্লীব লিঙ্গ?

ক) মাতা
খ) ছেলে
গ) টেবিল
ঘ) গাভী

232. 'বহুব্রীহি' শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) কর্মধারয়
গ) দ্বিগু
ঘ) বহুব্রীহি

233. 'শশব্যস্ত' শব্দটি কোন সমাস?

ক) তৎপুরুষ
খ) দ্বিগু
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি

234. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) ইতিপূর্বে
খ) ইতোপূর্বে
গ) ইতিমধ্যে
ঘ) ইতোমধ্যে

235. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

ক) অক্ষর
খ) শব্দ
গ) ধ্বনি
ঘ) বাক্য

236. ভাষার চরিত রূপ কোনটি?

ক) এই
খ) উহা
গ) তাহাদের
ঘ) ওদের

237. উপকারীর অপকার করে যে-

ক) কৃতজ্ঞ
খ) অকৃতজ্ঞ
গ) কৃতঘ্ন
ঘ) অপকারী

238. যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে?

ক) প্রোষিতকর্তৃকা
খ) প্রোষিতভার্যা
গ) প্রবাসিনী
ঘ) বিদেশিনী

239. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) প্রতিষ্ঠা
খ) ভূমিষ্ঠ
গ) অষ্টম
ঘ) আশ্চর্য

240. নিচের কোন বানানটি সঠিক?

ক) পুরস্কার
খ) পরিস্কার
গ) সুষ্ঠ
ঘ) সুষ্ঠু

241. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) প্রতিযোগী
খ) প্রতিযোগীতা
গ) ভীরু
ঘ) সুশীল

242. নিচের কোনটি অশুদ্ধ বানান?

ক) কুল
খ) কূল
গ) উচিৎ
ঘ) ভবিষ্যৎ

243. 'ষড়যন্ত্র' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) ষড়+যন্ত্র
খ) ষট্+যন্ত্র
গ) ষট+যন্ত্র
ঘ) সর+যন্ত্র

244. 'দুষ্পাচ্য' এর সিন্ধ বিচ্ছেদ কোনটি?

ক) দু+পাচ্য
খ) দুঃ+পাচ্য
গ) দুস+পাচ্য
ঘ) দু+প্রাচ্য

245. 'দিগ্বিজয়' এ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) দিগ+বিজয়
খ) দিক্+বিজয়
গ) দিগ্বি+জয়
ঘ) দিক+বিজয়

246. 'পদ্ধতি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) পদ্‌-হতি
খ) পদ+হতি
গ) পদ+ঋতি
ঘ) পদ্ধ+তি

248. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) অব্যয়

249. বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে?

ক) নাম-পদ
খ) মৌলিক শব্দ
গ) কৃদন্ত শব্দ
ঘ) প্রাতিপাদিক

250. কোনটি কণ্ঠ্যবর্ণ?

ক) হ
খ) শ
গ) ষ
ঘ) স
Note : এই পরিক্ষা গুলো নিয়মিত ফ্রি দিতে পারবেন BCS Target অ্যাপসে যা এখন প্লে স্টোরিতে পাওয়া যাচ্ছে ‌। প্লে স্টোরে BCS Target লিখে সার্চ দিলেই পাওয়া যাবে । ফ্রি একাউন্ট তৈরি করে পরিক্ষা দিন।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore