বিষয়ঃ বাংলা

101. 'তাতে সমাজজীবন চলে না ।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?

ক) তাতে সমাজজীবন চলে ।
খ) তাতে না সমাজজীবন চলে ।
গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে ।
ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে ।

102. 'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?

ক) পর্তুগিজ
খ) ফরাসি
গ) আরবি
ঘ) ফারসি

103. চিহ্ন' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?

ক) চিন্ no
খ) চিন্ho
গ) চিন্nho
ঘ) চিন্‌অ
Note : 'চিহ্ন' একটি সংস্কারজাত শব্দ , বিশেষ্য পদ, যার উচ্চারণ হলো - চিন্nho ।

104. কোনটি শুদ্ধ বানান ?

ক) ঈন্দ্রীয়
খ) ঈন্দ্রিয়
গ) ঈন্দীয়
ঘ) ইন্দ্রিয়

105. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে ?

ক) আনিস চৌধুরী
খ) আনোয়ার পাশা
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) ড. নীলিমা ইব্রাহিম

106. নিচের কোনটি তৎসম শব্দ ?

ক) নারিকেল
খ) গেরাম
গ) চামার
ঘ) মাটি

108. কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত?

ক) তার বাহিরে যাবার সময় হয়েছে
খ) সে এখন স্কুলে যাবে
গ) তার বিবাহ হয় নাই
ঘ) তাহারা রওয়ানা হলো

109. চলিত ভাষার বৈশিষ্ট্য নয় -

ক) সহজবোধ্যতা
খ) ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য
গ) ভদ্র সমাজে ব্যবহারোপযোগিতা
ঘ) সংস্কৃত শব্দের বহুল ব্যবহার

110. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?

ক) বিষয়ের উপর
খ) ভাবের উপর
গ) বিন্যাসের উপর
ঘ) ভাষার উপর

111. জল পড়ে , পাতা নড়ে-‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তায় শূন্য
খ) অপাদানে শূন্য
গ) কর্মে শূন্য
ঘ) করণে শূন্য

112. কোন বাক্যটি শুদ্ধ ?

ক) দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
খ) দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
গ) দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
ঘ) দরিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা

113. 'পৃথিবী' - এর সমার্থক শব্দ নয় কোনটি ?

ক) ভূধর
খ) অবণী
গ) ধরিত্রী
ঘ) ধরনী

114. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ সমাস
খ) কর্মধারয় সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) বহুব্রীহি সমাস

115. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?

ক) চতুরঙ্গ
খ) চার অধ্যায়
গ) নৌকাডুবি
ঘ) ঘরে বাইরে

116. স্বরান্ত অক্ষরকে কী বলে?

ক) একাক্ষর
খ) মুক্তাক্ষর
গ) বদ্ধাক্ষর
ঘ) যুক্তাক্ষর

117. নিচের কোনটি নিত্য সমাস ?

ক) পঞ্চনদ
খ) বেয়াদব
গ) দেশান্তর
ঘ) ভালমন্দ

118. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে_

ক) কল্যাণীয়েষু
খ) সুচরিতেষু
গ) শ্রদ্ধাস্পদাসু
ঘ) প্রীতিভাজনেসু

119. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?

ক) বিশেষণ
খ) অব্যয়
গ) সর্বনাম
ঘ) বিশেষ্য

120. ‘চলচিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?

ক) চলৎ + চিত্র
খ) চল + চিত্র
গ) চলচ + চিত্র
ঘ) চলিচ + চিত্র

121. কোনটি শুদ্ধ বানান ?

ক) আলস্যতা
খ) অলস্য
গ) আলস্য
ঘ) আলসতা

122. কোনটি নিত্য নারী বাচক শব্দ?

ক) জেনানা
খ) সতীন
গ) শিক্ষিকা
ঘ) ধাত্রী

123. সুহৃদ কী ধরনের শব্দ?

ক) মৌলিক
খ) রূঢ়ী
গ) যোগরূঢ়
ঘ) যৌগিক
Note : এটি সমাস থেকে এসেছে। সুন্দর হৃদয় যার= সুহৃদ। এখানে ব্যবহারিক অর্থ ত্যাগ করে বিশেষ অর্থ গ্রহণ করছে। তাই যোগরূঢ় হবে৷

124. সমাস নির্ণয় করুন 'ধানের ক্ষেত'-

ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব

125. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?

ক) বাক্যের শেষে
খ) শ্লেষাত্মক বাক্যের মাঝে
গ) সংলাপে
ঘ) প্রশ্নবোধক বাক্যে

126. জুতো শব্দটি কোন ভাষারীতির?

ক) সাধু
খ) চলিত
গ) প্রাকৃত
ঘ) কোল

127. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?

ক) কর্মকারকে শুন্য
খ) সম্প্রদানে সপ্তমী
গ) অধিকরণে শুন্য
ঘ) কর্তৃকারকে শুন্য

129. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?

ক) আবু ইসহাক
খ) রবি ঠাকুর
গ) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
ঘ) কাজী নজরুল ইসলাম

130. ‘কমা’ কোথায় বসে ?

ক) বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য
খ) প্রশ্ন বোঝানোর জন্য
গ) সম্বোধন পদের জন্য
ঘ) কোন অপূর্ণ বাক্যের জন্য

131.

‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?

ক) বনঃ+ পতি
খ) বন্+পতি
গ) বনস+ পতি
ঘ) বন+পতি
Note :

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বন্ + পতি = বনস্পতি , পর + পর = পরস্পর , আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।

132. ‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?

ক) সস্তা দর
খ) নষ্ট করা
গ) দুর্লভ বস্তু
ঘ) আশায় নৈরাশ্য

133. ‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি ?

ক) অপর
খ) নিজস্ব
গ) স্বকীয়তা
ঘ) পরকীয়

134. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

ক) সূর্যদীঘল বাড়ী
খ) জননী
গ) জাহান্নাম হইতে বিদায়
ঘ) কর্ণফুলী

135. `Autonomous' শব্দের অর্থ-

ক) স্বাক্ষর
খ) স্বায়ত্তশাসিত
গ) সত্যায়িত
ঘ) সংশোধিত

136. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই ?

ক) হাইফেন
খ) কমা
গ) সেমিকোলন
ঘ) কোলন

137. ব্যাকরণের কোন অংশে কারক সম্বদ্ধে আলোচনা করা হয়?

ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে

138. নিচের কোন বানানটি শুদ্ধ?

ক) বাল্মিকী
খ) বাল্মিকি
গ) বাল্মীকি
ঘ) বাল্মীকী

139. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?

ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) ক্রিয়া
ঘ) অব্যয়

140. 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ _

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট মূর্খ
ঘ) নিষ্ক্রিয় দর্শক

141. ”প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) অপ্রসারণ
খ) অপসরণ
গ) আকিঞ্চন
ঘ) আকুঞ্চন

142. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?

ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) সংখ্যাবাচক বহুব্রীহি
গ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি

143. ”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্তায় ৭মী
খ) কর্মে ৭মী
গ) করণে ৭মী
ঘ) অপাদানে ৭মী

144. 'চিহ্ন' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?

ক) চিন্ no
খ) চিন্ho
গ) চিন্nho
ঘ) চিন্‌অ
Note : 'চিহ্ন' একটি সংস্কারজাত শব্দ , বিশেষ্য পদ, যার উচ্চারণ হলো - চিন্nho ।

145.

বিদ্যাপতি কোন ভাষায় পদাবলি লিখেছেন?

ক) হিন্দি
খ) বাংলা
গ) মৈথিলি
ঘ) ব্রজবুলি
Note :

‘ব্রজবুলি’ হচ্ছে মৈথিলি ও বাংলার মিশ্রণে গঠিত এক মধুর সাহিত্যিক ভাষা। এটি হচ্ছে কৃত্রিম মিশ্র ভাষা। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। অর্থাৎ বিদ্যাপতি ব্রজবুলি ভাষার পদ রচনা করতেন।

146. ’সপ্তকান্ড রামায়ণ’ বাগধারাটির অর্থ কী?

ক) বৃহৎ বিষয়
খ) গ্রন্থ
গ) ছোটগল্প
ঘ) কোনোটিই নয়

147. ’মেঘের ধ্বনি’ এর বাক্য সংকোচন কোনটি?

ক) মৃন্ময়
খ) জীমূতমন্দ্র
গ) জীমূতেন্দ্র
ঘ) শানকি

148. ’সিংহাসন’ কোন সমাস?

ক) দ্বন্দ্ব সমাস
খ) মধ্যপদলোপী কর্মধারয়
গ) মধ্যপদলোপী বহুব্রীহি
ঘ) অব্যয়ীভাব সমাস

149. কোন বানানটি শুদ্ধ ?

ক) শমীচিন
খ) সমীচীন
গ) সমিচীন
ঘ) শমীচীন

150. নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক) পিপীলিকা
খ) পিপিলিকা
গ) পীপিলীকা
ঘ) পিপীলীকা

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore