বিষয়ঃ বাংলা
101. 'তাতে সমাজজীবন চলে না ।' - এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
103. চিহ্ন' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?
105. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে ?
108. কোন বাক্যটি গুরুচণ্ডলী দোষমুক্ত?
109. চলিত ভাষার বৈশিষ্ট্য নয় -
110. অনুবাদ কোন প্রকারের হবে তা কীসের ওপর নির্ভর করে ?
111. জল পড়ে , পাতা নড়ে-‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
112. কোন বাক্যটি শুদ্ধ ?
114. ' উপভাষা ' কোন সমাসের উদাহরণ?
115. শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
118. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে_
119. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
120. ‘চলচিত্র’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি ?
123. সুহৃদ কী ধরনের শব্দ?
125. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
127. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
128. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-
129. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
130. ‘কমা’ কোথায় বসে ?
131.
‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বন্ + পতি = বনস্পতি , পর + পর = পরস্পর , আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।
134. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
137. ব্যাকরণের কোন অংশে কারক সম্বদ্ধে আলোচনা করা হয়?
142. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
143. ”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি?
144. 'চিহ্ন' শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?
145.
বিদ্যাপতি কোন ভাষায় পদাবলি লিখেছেন?
‘ব্রজবুলি’ হচ্ছে মৈথিলি ও বাংলার মিশ্রণে গঠিত এক মধুর সাহিত্যিক ভাষা। এটি হচ্ছে কৃত্রিম মিশ্র ভাষা। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহারও নেই। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। অর্থাৎ বিদ্যাপতি ব্রজবুলি ভাষার পদ রচনা করতেন।
148. ’সিংহাসন’ কোন সমাস?