বিষয়ঃ বাংলা
351. ‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোরটি ?
352. √কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ?
353. সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?
354. মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
356. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
359. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?
361. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
362. 'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
364. 'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
367.
" সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" - উক্তিটি কার?
'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।
368.
”অর্ঘ্য” শব্দের অর্থ কি?
”অর্ঘ্য” শব্দের অর্থ - মূল্য, পূজা, পূজার উপকরণ, সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার।
369. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?
370. নীল যে অম্বর = নীলাম্বর - কোন সমাস?
371. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়-
372. ”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
373.
”ইনকিলাব” শব্দের অর্থ কি?
ইনকিলাব একটি আরবী শব্দ এর অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন। সুতরাং এখানে ক এবং ঘ দুটি সঠিক উত্তর।
374.
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ -
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ - আ + চর্য।
যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধসন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু এই নিপাতন খাটে।
নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি
আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, মনস + ঈষা = মনীষা, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।
375. ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-
376.
কাঁচি কোন ধরনের শব্দ?
তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ
১। সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা)
২। ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু )
৩। তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)
377.
‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুন্ডলা' (১৮৬৬) । উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন - 'তুমি অধম' তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? 'পথিক তুমি পথ হারাইয়াছ? ইত্যাদি।
378. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
379. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
381.
“বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।
382.
'বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?
'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন, লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।
383. 'ডাকঘর' নাটকটির রচয়িতা কে?
384.
'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ -
উৎস + লাস = উল্লাস। এরূপ আরো কয়েকটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে: উল্লেখ, উল্লেখিত।
385. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক–
পুঁথি সাহিত্যের কবি
সৈয়দ হামজা, ফকির গরীবুল্লাহ ,আমির হামজা, কৃষ্ণ রাম দাস , মালে মুহাম্মদ, মোহাম্মদ খাতির আব্দুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য ।
386. ‘মতৈক্য’-এর সন্ধি বিচ্ছেদ-