বিষয়ঃ বাংলা

351. ‘মুক্তি’ - এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোরটি ?

ক) √মুচ্+ ‍ক্তি
খ) √মুচ্+ তি
গ) √মুক্+ তি
ঘ) √মুক্+ ক্তি

352. √কাঁদ+অন- কোন প্রত্যয়ের অন্তর্ভূক্ত ?

ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয়
গ) সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
ঘ) বাংলা কৃৎপ্রত্যয়

353. সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে ?

ক) সর্বজনীন
খ) সার্বজনীন
গ) সর্বজনস্বীকৃত
ঘ) সর্বজনগ্রাহ্য

354. মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

ক) √মুচ্+ তি
খ) √মুক্ + ক্তি
গ) √মুক+ তি
ঘ) √মুচ্ + ক্তি

355. ‘গায়ক’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?

ক) √গিঃ+অক
খ) √গায়+নক
গ) √গৈঃ+ণক
ঘ) √গৈ+ণক

356. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?

ক) ক্রিয়া
খ) অব্যয়
গ) বিশেষ্য
ঘ) বিশেষণ
Note : ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়াবিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। যেমন: 'পড়েছে' - পড় (ধাতু) + ছে (বিভক্তি)। বাংলা অব্যয় পদের সন্ধি হয়। যেমন: কিম্ + তু = কিন্তু, ইতি + আদি = ইত্যাদি।

357. ’নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কোনটি ?

ক) দ্বন্দ্ব
খ) একগুয়েঁ
গ) সখ্যতা
ঘ) রগচটা

358. 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ _

ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট মূর্খ
ঘ) নিষ্ক্রিয় দর্শক

359. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?

ক) নীল+মা=নীলিমা
খ) নীল+ইমন = নীলিমা
গ) নী+ইলিমা = নীলিমা
ঘ) নিলী+মা = নীলিমা

360. 'চক্ষুদান'- বাগধারাটির অর্থ কী?

ক) পক্ষপাতিত্ব করা
খ) সৌভাগ্য লাভ
গ) চুরি করা
ঘ) নষ্ট করা

361. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক) আমটা খাও
খ) সবাই এখানো আসুন
গ) সুখী হও
ঘ) নিজের দিকে খেয়াল রাখ

362. 'অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?

ক) উপমিত কর্মধারয়
খ) রুপক কর্মধারয়
গ) অলুক তৎপুরুষ
ঘ) উপমান কর্মধারয়

364. 'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক) √দীপ্য +মান
খ) √দিপ্য + মানচ
গ) √দিপ + শানচ
ঘ) √দীপ্ + শানচ্

365. 'মন না মতি' বাগধারার অর্থ কী?

ক) চালবাজি
খ) অস্থির মানব মন
গ) অরাজক পরিস্থিতি
ঘ) অমূল্য সম্পদ

367.

" সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" - উক্তিটি কার?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) চন্ডীদাস
Note :

'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই অমর উক্তিটি করেছেন মধ্যযুগের প্রখ্যাত কবি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচিয়তা চণ্ডীদাস। উল্লেখ্য, পদাবলীতে ভিন্ন ভিন্ন চণ্ডীদাসের নাম (চণ্ডীদাস দ্বিজ, চণ্ডীদাস দীন, চণ্ডীদাস আদি ইত্যাদি।) জানা যায়। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চণ্ডীদাস তিনজন - বডু চণ্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তনের রচয়িতা এবং দ্বিজ ও দীন পদাবলীর কবি।

368.

”অর্ঘ্য” শব্দের অর্থ কি?

ক) পূজার উপকরণ
খ) পূজার বাদ্য
গ) পূজার মন্ডুপ
ঘ) পূজার আধার
Note :

”অর্ঘ্য” শব্দের অর্থ - মূল্য, পূজা, পূজার উপকরণ, সম্মানিত ব্যক্তিকে বরণের জন্য মালা চন্দন ইত্যাদি উপচার।

369. 'বিনা যত্নে উৎপন্ন হয় যা' - এর বাক্য সংকোচন কী?

ক) অযত্নলব্ধ
খ) অনায়াসলব্ধ
গ) অযত্নসম্ভূত
ঘ) অযত্নজাত
Note : যা বিনা যত্নে উৎপন্ন হয়েছ - অযত্নসম্ভূত, যা বিনা যত্নে লাভ করা হয়েছে - অযত্নলব্ধ, যা বিনা আয়াসে লাভ করা যায় - অনায়াসলভ্য।

370. নীল যে অম্বর = নীলাম্বর - কোন সমাস?

ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
Note : যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে অম্বর - নীলাম্বর।

371. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়-

ক) পররাত্র
খ) মহানিশা
গ) যামিনী
ঘ) রাত্রিশেষ
Note : রাত্রির শেষ ভাগ - পররাত্র, রাত্রির মধ্য ভাগ - মহানিশা।

372. ”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?

ক) নাটক
খ) কাব্য
গ) ছোটগল্প
ঘ) উপন্যাস
Note : ঔপন্যাসিক শামসুদ্দীন আবুল কালাম রচিত অন্যতম উপন্যাস 'কাশবনের কন্যা' । এটি জেলে সম্প্রদায়ের জীবনভিত্তিক উপন্যাস। ১৯৫৪ সালে প্রকাশিত (গ্রন্থাকারে) উপন্যাসটিতে বরিশাল অঞ্চলের মুখের ভাষা ও জীবনবোধ অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

373.

”ইনকিলাব” শব্দের অর্থ কি?

ক) বিপ্লব
খ) চিরজীবী
গ) সন্ত্রাস
ঘ) আন্দোল
Note :

ইনকিলাব একটি আরবী শব্দ এর অর্থ বিপ্লব, বিদ্রোহ, আন্দোলন। সুতরাং এখানে ক এবং ঘ দুটি সঠিক উত্তর।

374.

'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ -

ক) অ + আর্চ
খ) অতি + চার্য
গ) আশ + চর্য
ঘ) আ + চর্য
Note :

'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ - আ + চর্য।

যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধসন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু এই নিপাতন খাটে।

নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি

আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, মনস + ঈষা = মনীষা, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।

375. ‘পাহাড়তলী’ গ্রামে জন্মগ্রহণ করেন-

ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) সৈয়দ শামসুল হক
গ) শামসুর রাহমান
ঘ) উপরের কোনটি সঠিক নয়
Note : কবি শামসুর রাহমানের জন্ম পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। শামসুর রাহমানের ডাক নাম বাচ্চু। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। কবি শামসুর রাহমান ১৩ জন ভাই-বোনের মধ্যে ছিলেন ৪র্থ। ১৯৪৫ সালে পুরনো ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন।

376.

কাঁচি কোন ধরনের শব্দ?

ক) আরবি
খ) ফারসি
গ) হিন্দি
ঘ) তুর্কি
Note :

তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ 
১। সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) 
২। ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু ) 
৩। তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)

377.

‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?

ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
Note :

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুন্ডলা' (১৮৬৬) । উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন - 'তুমি অধম' তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? 'পথিক তুমি পথ হারাইয়াছ? ইত্যাদি।

378. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

ক) আলমগীর কবির
খ) হুমায়ূন আহমেদ
গ) তারেক মাসুদ
ঘ) শেখ নিয়ামত আলী
Note : চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ( ১৯৫৬ - ২০১১) এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না। ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় পরিচালকের বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত মাটির ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

379. ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

ক) আল মাহমুদ
খ) আব্দুল মান্নান সৈয়দ
গ) অমিয় চক্রবর্তী
ঘ) শামসুর রাহমান
Note : "আসাদের শার্ট' কবিতার রচয়িতা হলেন শামসুর রহমান। এটি ১৯৬৯ সালের উনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের রক্তাক্ত শার্টকে উপলক্ষ করেই কবি কবিতাটি রচনা করেন।

380. 'কুজ্ঝটিকা' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক) কু+ঝটিকা
খ) কুজ+ঝটিকা
গ) কুৎ+ঝটিকা
ঘ) কুজ্ঝ+টিকা

381.

“বিদ্যাপতি” কোন রাজসভার কবি ছিলেন?

ক) রোসাঙ্গ
খ) কৃষ্ণনগর
গ) বিক্রমপুর
ঘ) মিথিলা
Note :

বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভায় কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তার রচিত কয়েটি বইয়ের নাম - পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গাবাক্যাবলি, ভাবগত ইত্যাদি। কৃষ্ণনগর রাজসভার কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে এ উপাধি প্রদান করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - 'অন্নদামঙ্গল' আরাকান রাজসভার কবিদের মধ্যে অন্যতম কয়েকজন হলো : দৌলিত কাজী, মরদন, কোরেশী মাগন ঠাকুর , আলাওল।

382.

'বিশ্রী' এর বিপরীতার্থক শব্দ কি?

ক) শ্রীত
খ) সুন্দর
গ) শ্রী
ঘ) কৃশ
Note :

'বিশ্রী' শব্দের অর্থ কদাকার, কুৎসিত, শ্রীহীন, লজ্জাকর, জঘন্য, অশ্লীল। কাজেই বিশ্রী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সুন্দর।

383. 'ডাকঘর' নাটকটির রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মমতাজ উদ্দিন আহমদ
গ) ওবায়েদ উল হক
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note : ডাকঘর (১৯১১ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। নাটকে নিঃসন্তান মাধব দত্তের সংসারে দূরসম্পর্কের বালক অমল ব্যধিতে শয্যাগত। ঘরের বন্ধন ছেড বাইরের সীমাহীনতায় ছড়িয়ে পড়তে চায় সে। কিন্তু কবিরাজের নিষেধ। তাই সে বন্ধ ঘরের খোলা জানালার পাশে বসে কল্পনায় কখনো দূরের গ্রামে দই বিক্রি করতে চায় কাজ খুঁজে বেড়াতে চায় আবার কখনো দূরবর্তী পাহাড় পার হয়ে চলে যেতে চায় নিরুদ্দেশে।

384.

'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ -

ক) উৎ + লাস
খ) ঊৎ + লাস
গ) উল + লাস
ঘ) ঊল + লাস
Note :

উৎস + লাস = উল্লাস। এরূপ আরো কয়েকটি সন্ধি বিচ্ছেদ হচ্ছে: উল্লেখ, উল্লেখিত।

385. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক–

ক) ভারতচন্দ্র রায়
খ) দৌলত কাজী
গ) সৈয়দ হামজা
ঘ) আব্দুল হাকিম
Note : সৈয়দ হামজা সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
পুঁথি সাহিত্যের কবি
সৈয়দ হামজা, ফকির গরীবুল্লাহ ,আমির হামজা, কৃষ্ণ রাম দাস , মালে মুহাম্মদ, মোহাম্মদ খাতির আব্দুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য ।

386. ‘মতৈক্য’-এর সন্ধি বিচ্ছেদ-

ক) মত + এক
খ) মত + ঐক্য
গ) মতামত + ঐক্য
ঘ) মত + ঐক্য
Note : 'মতৈক্য' শব্দের সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

BCS TARGET Playstore